Gujarat: দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র গুজরাট, গাড়ি ভাঙচুর, আহত একাধিক

এবার দুই সম্প্রদায়ের গোষ্ঠী সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠল গুজরাটের ভদদোরা এলাকা। জানা গিয়েছে, আসলে, দুটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় ভদোদরা। অভিযোগ,…

এবার দুই সম্প্রদায়ের গোষ্ঠী সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠল গুজরাটের ভদদোরা এলাকা। জানা গিয়েছে, আসলে, দুটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় ভদোদরা। অভিযোগ, এরপরেই এক দল অন্য দলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

এছাড়াও ১০টিরও বেশি গাড়ি ও লরি ভাঙচুর করে উত্তেজিত জনতা। এই ঘটনায় ৪ জন আহত হন। এরপর পুলিশ এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি শান্ত করে।

ঘটনার বিষয়ে ভদোদরার পুলিশ কমিশনার শামহার সিং বলেন, ‘রাওপুরা এলাকায় একটি পথ দুর্ঘটনার পর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে শহরে শান্তি বিরাজ করছে। পুলিশ টহল দিচ্ছে। আমরা অন্যান্য বাহিনীকেও ঘটনাস্থলে আসতে বলেছি। আমি জনগণকে অনুরোধ করছি, তারা যেন কোনো গুজবে কান না দেন।’

পুলিশ সূত্রে খবর, এখনও অবধি এই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কারেলিবাগ থানায় হিংসা, বেআইনী সমাবেশ, মারাত্মক অস্ত্র রাখা, উপাসনার স্থানকে অপবিত্র করার উদ্দেশ্যে, যে কোনও শ্রেণীর ধর্মকে অপমান করার উদ্দেশ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে।’