Mamata Banerjee: মণিপুর কাণ্ডে সমবেদনা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

মণিপুর ইসুকে সামনে রেখে ইতিমধ্যেই বিরোধী জোট সুর চড়িয়েছে। বিরোধী I-N-D-I-A জোটের প্রতিনিধিরা মণিপুরেও গিয়েছেন। এবার মণিপুর নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

mamata banerjee

মণিপুর ইসুকে সামনে রেখে ইতিমধ্যেই বিরোধী জোট সুর চড়িয়েছে। বিরোধী I-N-D-I-A জোটের প্রতিনিধিরা মণিপুরেও গিয়েছেন। এবার মণিপুর নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ” মনিপুর থেকে হৃদয় বিদারক ছবির খবর শুনে ব্যথিত। ভারত আবার ক্ষত মেরামত করবে এবং আবার মানবিকতার শিক্ষা জাগিয়ে তুলবে। মণিপুরে সাহসী ভাই ও বোনদের স্বার্থে শান্তি বজায় রাখার অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছি। অটল সমর্থন এবং সমবেদনা জানাই”।

দীর্ঘ তিন মাসের বেশি জ্বলছে মণিপুর। যেখানে কেন্দ্র নিশ্চুপ। এই সুযোগে বিরোধী দলের সংগঠন INDIA – এর বিশেষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে মণি পুরের পাশে থাকার অঙ্গীকার দিয়েছেন।

Advertisements

মনিপুর কাণ্ডকে যেন প্রত্যেক বিরোধীদল হাতিয়ার হিসেবে নিয়েছেন। যেই ঘটনাকে কেন্দ্র করে তারা কেন্দ্রকে একের পর এক তির ছুঁড়েছেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে যা স্পষ্ট ভাবে প্রকাশিত।