Mocha Cyclone: আন্দামান-কক্সবাজারে জারি সতর্কতা, বাংলা উপকূলে দাবদাহে জল ঢালবে ঘূর্ণি

তীব্র দাবদাহে খানিক স্বস্তি দেবে সামুদ্রিক ঘূর্ণিঝড় Mocha, পশ্চিমবঙ্গ উপকূলে হবে বৃষ্টি। এমনই সম্ভাবনা নিয়ে বুধবার সন্ধে থেকে শক্তিশালী ও পরে আরও শক্তিশালী হয়ে সামুদ্রিক ঘূর্ণির মূল গতিপথ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে।

Cyclone Mocha Intensifies in Bay of Bengal: Cox's Bazar and Andaman on Alert

তীব্র দাবদাহে খানিক স্বস্তি দেবে সামুদ্রিক ঘূর্ণিঝড় Mocha, পশ্চিমবঙ্গ উপকূলে হবে বৃষ্টি। এমনই সম্ভাবনা নিয়ে বুধবার সন্ধে থেকে শক্তিশালী ও পরে আরও শক্তিশালী হয়ে সামুদ্রিক ঘূর্ণির মূল গতিপথ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে।

তবে ঘূর্ণির প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারি বৃষ্টিপাত ও ঝড়ের প্রভাব পড়বে। আন্দামান জুড়ে জারি হয়েছে সতর্কতা।পোর্ট ব্লেয়ার থেকে অভ্যন্তরীণ নৌ চলাচলে থাকছে বিধিনিষেধ। পর্যটকদের জন্য জারি হয়েছে সতর্কতা।

   

ঘূর্ণির গতিপথ বাংলাদেশের সৈকত শহর কক্সবাজারের দিকে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লাগোয়া মায়ানমার। দুই দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে Mocha বয়ে যাবে।

বাংলাদেশ আবহাওয়া বিভাগ পরিচালক আজিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘণীভূত হচ্ছে। সেটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় ও অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, ৪ মে সন্ধ্যায় উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণি।
ভারতের আবহাওয়া বিভাগ মৌসম ভবন জানিয়েছে, সামুদ্রিক ঘূর্ণির প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারি বৃষ্টিপাত হবে। উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে।