এবার সুখের দিন শেষ হতে চলেছে। আর ৮ ঘণ্টা নয়, সরকারি কর্মীদের এবার অফিসে ১২ ঘণ্টা কাজ করতে হবে। ১লা জুলাই থেকেই অফিসের কাজের সময় বেড়ে ১২ ঘন্টা করার পরিকল্পনা চলেছে বলে খবর। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তোড়জোর শুরু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তবে খুব দ্রুত এ বিষয়ে কাজ এগোলেও ফোর লেবার কোডগুলি পুরোপুরি শুরু হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে।
কারণ, এখনও অবধি দেশের সব রাজ্য এই নিয়ম তৈরি করে উঠতে পারেনি। মোট ২৩ টি রাজ্য ইতিমধ্যে লেবার কোডের নিয়ম তৈরি করেছে। বাকি রাজ্যগুলি অবশ্য এই নিয়ম তৈরি করে উঠতে পারেনি। সে জন্যই আরও তিন মাস সময় লাগতে পারে বলে খবর।
মূলত, ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র-যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, ইন্ড্রাসট্রিয়াল রিলেশন, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য। কারণ এই চারটি লেবার কোড সংসদে পাশ হয়েছে। মূল বেতন বৃদ্ধি, পিএফ এবং গ্যাচুইটির অর্থ আগের থেকে বেশি কাটা হবে। নতুন নিয়মে কর্মচারীদের স্যালারি স্ট্রাকচার অর্থাৎ বেতন কাঠামো বদলে যাবে। তবে কাজের সময় ১২ ঘন্টা বেড়ে যাওয়ার ফলে আরও একদিন ছুটিও পাওয়া যাবে। অর্থাৎ কর্মচারীরা ৩ দিন ছুটি পেতে পারেন বলে খবর। পাশাপাশি গ্র্যাচুইটি এবং পিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবসরগ্রহণের পরে প্রাপ্ত অর্থের পরিমাণও বাড়বে। এতে অবসর গ্রহণের পর কর্মীদের জীবনযাপন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।