Uniform Civil Code: বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিল আনতে পারে সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে আলোচনা চেয়েছেন এবং এরপরই ইউসিসি (UCC) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যম India Today-র প্রতিবেদনে…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে আলোচনা চেয়েছেন এবং এরপরই ইউসিসি (UCC) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যম India Today-র প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী বাদল অধিবেশনে (Parliament monsoon session) সরকার সংসদে অভিন্ন দেওয়ানি বিল আনতে পারে। বাদল অধিবেশন শুরু হবে আগামী মাসে।

বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে (Parliamentary Standing Committee) পাঠানো হতে পারে। এই সংসদীয় স্থায়ী কমিটি আভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত শুনবে।

জানা গিয়েছে যে আগামী ৩ জুলাই এই বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কর্মী, জনগণের অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। আইন কমিশন (Law Commission) এর আগে নোটিস পাঠায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে স্টেকহোল্ডারদের মতের জন্য।

বিজেপি সাংসদ সুশীল মোদীর নেতৃত্বে এই সংসদীয় স্থায়ী কমিটি অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে আইন বিভাগ, সংসদীয় বিভাগ এবং অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে গঠিত আইন কমিশনের কর্তাদের মতামত শুনবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের এক কর্মসূচিতে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সমর্থন দেখান। তিনি প্রশ্ন করেন যে দুই আইন নিয়ে কীভাবে কোনও দেশ চলতে পারে? প্রধানমন্ত্রীর মন্তব্যের পর দেশজুড়ে নতুন করে চর্চা শুরু হয়। তবে বিরোধীরা অভিযোগ করছেন যে লোকসভা ভোট এবং বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগেই রাজনৈতিক লাভের জন্য তিনি UCC ইস্যুটি উত্থাপন করছেন।

বর্তমানে দেশে বিবাহ, বিচ্ছেদ, দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। তার মধ্যে পড়ছে মুসলিম পার্সোনাল ল, হিন্দু পার্সোনাল ল ইত্যাদি। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি হলে এই বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ব্যাক্তিগত আইনগুলির অবসান ঘটিয়ে, সকলের জন্য একটি অভিন্ন ব্যক্তিগত আইন জারির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে সংবিধানেও অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছে।