সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা সেনাবাহিনীর সুবেদারের

 গত সোমবার সন্ধ্যায় এক সেনাকর্মীর বাড়িতে এসেছিলেন তাঁরই এক সহকর্মী। সে সময় ওই সেনাকর্মীর স্ত্রী বাড়িতে স্নান করছিলেন। তখনই সেনাবাহিনীর ওই সুবেদার সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ…

no-rape

 গত সোমবার সন্ধ্যায় এক সেনাকর্মীর বাড়িতে এসেছিলেন তাঁরই এক সহকর্মী। সে সময় ওই সেনাকর্মীর স্ত্রী বাড়িতে স্নান করছিলেন। তখনই সেনাবাহিনীর ওই সুবেদার সহকর্মীর স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেন। মহিলার তীব্র চিৎকারে ছুটে আসেন তাঁর স্বামী। সঙ্গে সঙ্গেই স্বামী এসে পড়ায় ওই মহিলা কোনওরকমে রক্ষা পান। ঘটনার পরই অভিযুক্ত সেনাকর্মী বাড়ি থেকে পালিয়ে যান।

ওই সেনা কর্মীর স্ত্রী অভিযোগ করেছেন, ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গেই সেনা কর্তাদের জানিয়েছিলেন। খবর পেয়ে তাঁর বাড়িতে সেনাবাহিনীর কর্তারাও এসেছিলেন। কিন্তু অভিযুক্ত সেনা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরং তাঁকে এবং তাঁর স্বামীকে ঘটনাটি চেপে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। সেনা পুলিশের হুমকির পর এই ওই মহিলা স্থানীয় থানায় ৫ সেনাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

জয়পুর পুলিশ জানিয়েছে যে পাঁচ সেনা আধিকারিকের বিরুদ্ধে ওই দম্পতি হেনস্থা ও হুমকির অভিযোগ এনেছেন তাদের মধ্যে ওই সুবেদার ছাড়াও আছেন দুজন মেজর ও দুজন কর্নেল পদমর্যাদার আধিকারিক। থানায় অভিযোগ জানানোর পর বিষয়টির গুরুত্ব আঁচ করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়টির অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। প্রয়োজনে তারা থানাকেও সব ধরনের সহযোগিতা করবে। স্থানীয় থানার পুলিশ আধিকারিক ভরত রাওয়াত জানিয়েছেন, নির্যাতিত মহিলা তাঁদের কাছে অভিযোগে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী ১৪ মার্চ ওই ঘটনার পরই সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত সুবেদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরং তাঁকে এবং তাঁর স্বামীকে রীতিমতো হেনস্থা করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে।