The Kerala Story: বিতর্ক শেষে ‘দ্য কেরালা স্টোরি’কে শংসাপত্র দিল সেন্সরবোর্ড

'The Kerala Story' receives certification after censorship dispute

বিতর্কের মধ্যেই ৫ মে মুক্তি পেতে চলেছে হিন্দি চলচ্চিত্র দ্য কেরালা স্টোরি (The Kerala Story), পরিচালক সুদীপ্ত সেন। টিজার লঞ্চের পর থেকেই শিরোনামে এই চলচ্চিত্র। সেন্সর বোর্ড ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই চলচ্চিত্রের ১০ টি দৃশ্য বাদ দিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনের একটি সাক্ষাত্‍কার। বাদ দেওয়া অংশের মধ্যে রয়েছে হিন্দু দেবতার সংলাপের অংশ। এছাড়া একটি সংলাপে ভারতীয় কমিউনিস্টরা সবচেয়ে বড় ভন্ড অংশে ভারতীয় শব্দ বাদ দেওয়া হয়েছে।

   

এই ছবিটির টিজার ঘিরে বিতর্ক শুরু হয়েছিল আগেই। যেখানে শালিনী উন্নিকৃষ্ণান ওরফে ফাতিমা চরিত্র সেখানে বলে যে ৩২ হাজার মহিলাকে কেরল থেকে ইসলামিক স্টেট নিয়োগ করেছে, তাদের মধ্যে তিনিও একজন।

বর্তমান কেরলের বাম সরকার এবং বিরোধী কংগ্রেস ছবিটিকে রাজ্যে নিষিদ্ধ করার দাবি জানায়। চলচ্চিত্র প্রদর্শকরা বলেন, দর্শকরা শেষ পর্যন্ত ছবিটি ওটিটিতে দেখবে, তাই সেটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়াই ভাল।

উল্লেখ্য, কেরলের মুসলিম ইয়ুথ লিগ রাজ্যের ৩২ হাজার মহিলাকে আইএস তাদের দলে নিয়োগ করেছে, বিষয়টি প্রমাণ করতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন