নয়াদিল্লি: কানাডায় বসে ভারত-বিরোধী কার্যকলাপের ছক কষা নিয়ে ভারতের উদ্বেগের সপক্ষে উঠে এল প্রমাণ। কানাডার অর্থ-বিভাগের তরফে প্রকাশিত রিপোর্টে কানাডায় বসে খালিস্তানি উগ্রবাদী দলগুলি ভারত-বিরোধী কার্যকলাপের ছক কষছে এবং তার জন্য আর্থিক সাহায্যও পাচ্ছে।
রিপোর্টে খালিস্তানিদের ‘জঙ্গি-সংগঠন’ বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, রাজনৈতিক স্বার্থসিদ্ধি বা আত্মসংকল্পের দোহাই দিয়ে এই দলগুলি নাশকতা ছড়ায়। হামাস, হিজবুল্লাহর পাশাপাশি নাকশতা ছড়ানো উগ্র খালিস্তনি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশানাল এবং শিখ ইউথ ফেডারেশনকে রাজনইতিকভাবে অনুপ্রাণিত চরমপন্থী দলের তালিকায় কানাডার ক্রিমিনাল কোডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
পূর্বে এইসব দলগুলি বৃহত্তর নেটওয়ার্কের মাধ্যমে চাঁদা তুলে থাকলেও বর্তমানে কিছু ছোট পকেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে বলে জানা গিয়েছে। খালিস্তানি আন্দোলনের মাধ্যমে পাঞ্জাবে স্বাধীন, সার্বভৌম খালিস্তানি রাজ্য তৈরি করাই এই চরমপন্থী দলগুলির লক্ষ্য। এর আগে বহুবার কানাডায় খালিস্তানিদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
তবে এই প্রথমবার কানাডার অর্থ বিভাগ এই সমস্যাকে স্বীকৃতি দিল। ২০২৩ সালে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যাকান্ডের ঘটনায় ভারতকে দায়ী করেছিলেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও, সেই অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত।