J&K: পাক ‘অনুপ্রবেশকারী’কে নিকেশ করল বিএসএফ

ফের সীমান্তের মাধ্যমে অবৈধ প্রবেশ রুখে দিতে সক্ষম হলেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা সোমবার দাবি করেছে, আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি ‘অনুপ্রবেশকারীকে’ নিকেশ করেছে তাঁরা।

এ বিষয়ে বিএসএফের এক মুখপাত্র জানান, ‘বর্ডার আউট পোস্ট (বিওপি) বাকুরপুর এলাকায় সীমান্তের ওপারে গভীর রাতে সময় একটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। রাতে আমাদের আধিপত্য পার্টি লক্ষ্য করে যে, পাকিস্তানের দিক থেকে এক ব্যক্তি আগ্রাসীভাবে সীমান্তের দিকে এগিয়ে আসছে। এরপর সীমান্তে থাকা জওয়ানরা তাকে থামানোর জন্য চ্যালেঞ্জ করেছিল কিন্তু ওই ব্যক্তি কোনও কথা কানে না তুলে ভারতে ঢোকার চেষ্টা করতে শুরু করে।’

   

ওই বিএসএফ কর্তা আরও জানান, “বিএসএফ জওয়ানদের কাছে কোনো বিকল্প ছিল না। সুতরাং, আমাদের জওয়ানরা অনুপ্রবেশকারীর উপর তিন রাউন্ড গুলি চালায়, যার কারণে সে ফেন্সিংয়ের ঠিক আগে পড়ে যায়।”

আজ ভোরে বেড়ার খুব কাছে একটি তল্লাশি দল লাশটি উদ্ধার করে। মুখপাত্রের মতে, পাকিস্তানি নাগরিকের কাছ থেকে অপরাধমূলক কিছু পাওয়া যায়নি। আরএস পুরায় আইনি আনুষ্ঠানিকতার জন্য মৃতদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন