পাক রেঞ্জার্সের হাতে আটক, ২১ দিন পর ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান

অমৃতসর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার তিন সপ্তাহ পর অবশেষে বুধবার সকালে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু। সকাল ১০টা ৩০ মিনিট…

BSF Jawan Returns India

অমৃতসর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার তিন সপ্তাহ পর অবশেষে বুধবার সকালে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু। সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।

সূত্রের খবর, গত ২৩ এপ্রিল সীমান্তে টহলের সময় অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন সাহু। তারপরই তাঁকে পাক রেঞ্জার্স আটক করে। এরপর শুরু হয় দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে দীর্ঘ টানাপড়েন।

   

স্ত্রীর আকুতি, বিএসএফের তৎপরতা

এই সময় সাহুর স্ত্রী রাজনি সাহু ছুটে যান পঞ্জাবের ফিরোজপুরে, যেখানে সাহুর পোস্টিং ছিল। তিনি সিনিয়র বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করে স্বামীর দ্রুত মুক্তির জন্য অনুরোধ জানান। বিএসএফ তাঁকে আশ্বাস দেয় যে, সাহুকে ফেরাতে তারা সব রকম প্রচেষ্টা চালাবে।

তবে প্রথমদিকে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে প্রতিবার একই উত্তর দেওয়া হচ্ছিল—”উচ্চ মহলের নির্দেশের জন্য অপেক্ষা করা হচ্ছে”।

অপারেশন সিঁদুরের পর উত্তেজনা, তারপরেই শান্তির ইঙ্গিত BSF Jawan Returns India

৭ মে ভারতের তরফে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিতে পাল্টা অভিযান চালানো হয়। এর জেরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত ১০ মে ভারত ও পাকিস্তান সামরিক অভিযান বন্ধে একটি বোঝাপড়ায় পৌঁছায়।

Advertisements

এই সমঝোতার কয়েক দিনের মধ্যেই সাহুকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সাহু বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা ও কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারে স্বস্তি, কৃতজ্ঞতা বিএসএফের

সাহুর প্রত্যাবর্তনে পরিবারে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। রাজনি সাহু জানিয়েছেন, “এই দিনটির জন্য আমি প্রতিদিন প্রার্থনা করছিলাম। অবশেষে স্বামীকে ফিরে পেলাম।” বিএসএফ-ও ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে।

Bharat: BSF jawan Purnam Kumar Sahu returns to India after being detained by Pakistan Rangers for accidentally crossing the border on April 23. His release follows discussions amidst border tensions and India’s ‘Operation Sindoor’.