
কোচবিহার: কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়েছে (BSF jawan detained by BGB)। দাহাগ্রাম-আঙ্গারপোটা এলাকায়, যা টিন বিঘা করিডরের কাছে অবস্থিত বাংলাদেশের একটি এক্সক্লেভ, সেখানে গরু চোরাচালানকারীদের তাড়া করতে গিয়ে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর এক জওয়ান বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) তাঁকে আটক করে।
জওয়ানের নাম বেদ প্রকাশ, তিনি বিএসএফ-এর ১৭৪তম ব্যাটালিয়নের সদস্য এবং অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত।ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের দিকে। ঘন কুয়াশার মধ্যে একদল ভারতীয় ও বাংলাদেশি গরু চোরাচালানকারী সীমান্তের কাছে জড়ো হয়। বিএসএফ-এর টহলদার দল তাদের দেখে তাড়া করে। এই তাড়ার মধ্যেই বেদ প্রকাশ কোনোভাবে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে চলে যান।
পশ্চিমবঙ্গের সেক্যুলার গানের খোঁজ দিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি
বিজিবি’র আঙ্গারপোটা ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। বাংলাদেশি মিডিয়ার খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় টিন বিঘা করিডরের কাছে। বিজিবি’র সুবেদার আয়ুব আলি জানিয়েছেন, চোরাচালানকারীদের তাড়া করতে গিয়ে ভারতীয় জওয়ান সীমান্ত অতিক্রম করেন।ভারতীয় সূত্রে অবশ্য একটু অন্য ছবি। বিএসএফ-এর দাবি, ঘন কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশি চোরাচালানকারীরা জওয়ানকে অপহরণ করে নিয়ে যায়।
কোচবিহারের মেখলিগঞ্জে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দৈনিক ভাস্কর। তবে উভয় পক্ষই স্বীকার করছে যে, জওয়ান এখন বিজিবি’র হেফাজতে নিরাপদে রয়েছেন এবং আঙ্গারপোটা ক্যাম্পে আছেন। বিএসএফ সেক্টর কমান্ডার বিজিবি’র সঙ্গে যোগাযোগ করেছেন এবং ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে জওয়ানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।দাহাগ্রাম-আঙ্গারপোটা বাংলাদেশের একমাত্র এমন এলাকা যা ভারতের মধ্যে ঘিরে রয়েছে। ২০১৫ সালে এনক্লেভ বিনিময়ের পরও এটি বাংলাদেশের অংশ রয়ে গেছে।
টিন বিঘা করিডরের মাধ্যমে এটি মূল বাংলাদেশের সঙ্গে যুক্ত। এই এলাকার জটিল ভূগোলের কারণে সীমান্তে প্রায়ই এমন ঘটনা ঘটে। গরু চোরাচালান এখানে একটা বড় সমস্যা। ভারত থেকে গরু বাংলাদেশে পাচারের চেষ্টা প্রায়ই হয়, আর বিএসএফ-এর কড়া নজরদারির মধ্যে এমন তাড়া-তাড়ি হয়। কিন্তু কুয়াশা বা অন্ধকারে সীমান্ত লাইন বোঝা কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ধরনের ঘটনা নতুন নয়, কিন্তু প্রতিবারই উত্তেজনা ছড়ায়।










