Tripura: বাম জমানায় শীতঘুমে যাওয়া NLFT জঙ্গিদের ফের হামলা, জওয়ান শহিদ

ত্রিপুরা-মিজোরাম আন্ত:রাজ্য সীমানায় জঙ্গি সংগঠন এনএলএফটি (NLFT) হামলায় এক গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান শহিদ হলেন। উত্তর পূর্বাঞ্চলের এই বাংলাভাষী প্রধান রাজ্যে গত বাম জমানায় শীত ঘুমে…

ত্রিপুরা-মিজোরাম আন্ত:রাজ্য সীমানায় জঙ্গি সংগঠন এনএলএফটি (NLFT) হামলায় এক গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান শহিদ হলেন। উত্তর পূর্বাঞ্চলের এই বাংলাভাষী প্রধান রাজ্যে গত বাম জমানায় শীত ঘুমে চলে যাওয়া উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (NLFT) হামলার জেরে সরগরম রাজনৈতিক মহল। রাজ্যে বিজেপি জোট সরকারের আমলে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গি হামলা হলো।

জানা যাচ্ছে NLFT হামলায় গুলিবিদ্ধ শহিদ BSF জওয়ানের নাম গিরিশ কুমার যাদব। তিনি মিজোরামের সীমানায় ১৪৫ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন। ত্রিপুরা-মিজোরাম সীমানার খ‍্যান্তালাং এলাকায় এনএলএফটি জঙ্গিদের উপস্থিতি দেখচে পেয়েছিল বিএসএফ। এরপর গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হন জওয়ান গিরিশ যাদব। তাঁকে আগরতলায় চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসকরা জানা তিনি মৃত।

উল্লেখ্য স্বাধীন স্বশাসিত ত্রিপুরার দাবিতে দশকের পর দশক ধরে রক্তাক্ত পথ নিয়েছে উপজাতি ভিত্তিক সংগঠন এনএলএফটি। তারা ত্রিপুরার ভারত অন্তর্ভুক্তির চুক্তি মানতে নারাজ। রাজন্য ত্রিপুরার সময় এই চুক্তি হয়েছিল। আর শুক্রবার ত্রিপুরার প্রয়াত মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের জন্মদিনেই হলো হামলা।

ত্রিপুরায় টানা পঁচিশ বছরের বামফ্রন্ট শাসনে এই জঙ্গি সংগঠনটির বিষদাঁত ভেঙেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত ২০১৮ সালে বাম জমানার পর বিজেপি জোট সরকারের আমলে ক্রমে মাথাচাড়া দিচ্ছে এনএলএফটি।

ভারতের এই জঙ্গি সংগঠনটি সম্পর্কে জানুন। কেন তারা গলায় ক্রুশ ঝোলায়। পড়ুন:

শান্তি প্রতীক যীশু, ত্রিপুরায় BSF জওয়ান খুন করা NLFT জঙ্গিদের গলায় ক্রুশ লকেট থাকে 

গত বছর দীর্ঘ কয়েক দশক পর ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর আচমকা হামলা করেছিল জঙ্গি সংগঠন এনএলএফটি। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার লাগোয়া ত্রিপুরান ধলাই জেলার সীমান্তে এনএলএফটি জঙ্গিদের সঙ্গে টহলদারি করা বিএসএফ জওয়ানদের গুলি বিনিময় হয়। জঙ্গিদের গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

এর পর থেকে বারবার জঙ্গি সংগঠনটির সদস্যরা ধরা পড়েছে। তিন দিকে বাংলাদেশ ও একদিকে মিজোরাম, অসম ঘেরা ত্রিপুরায় আগামী বিধানসভা ভোটের আগে ফের জঙ্গি ততপরতা বাড়ছে।