অপারেশন সিঁদুর’-এর পর প্রথম দীপাবলি: পাকি সীমান্তে উচ্চ সতর্কতায় উদযাপন BSF-এর

BSF Diwali India Pakistan Border

শ্রীনগর: জম্মুর সাম্বা জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এবারের দীপাবলি উদযাপন করলেন বিএসএফের জওয়ানরা। অপারেশন সিঁদুর-এর পর এটি প্রথম দীপাবলি৷ সীমান্তে উচ্চ সতর্কতার মধ্যেই জওয়ানরা উৎসবের আনন্দকে দেশপ্রেমের আলো দিয়ে আলোকিত করছেন।

Advertisements

সীমান্তে সতর্ক নজরদারি

সংবাদ সংস্থা India Today-এর প্রতিবেদনে বলা হয়েছে, “পাকিস্তানকে কখনও বিশ্বাস করা যায় না। তাই আমাদের সাহসী বিএসএফ জওয়ানরা সীমান্তে সতর্ক নজরদারিতে নিয়োজিত রয়েছেন।”

নিজেদের পরিবার থেকে দূরে থাকা সত্ত্বেও জওয়ানরা, দীপাবলির আনন্দ উদযাপন করেছেন। এর মধ্যে  নারী সদস্যরাও আছেন৷ তারা দীপ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেছেন, মিষ্টিমুখ করেছেন৷ সেই সঙ্গে সীমান্তরেখা বরাবর চালাচ্ছেন কড়া টহলদারি।

Advertisements

সীমান্তে  সতর্ক জওয়ান BSF Diwali India Pakistan Border

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জওয়ানরা সীমান্তে শত্রুপক্ষের ষড়যন্ত্র নস্যাৎ করতে সতর্কতার সঙ্গে কাজ করেছেন। তবু দীপাবলির আলোতে দেশের সীমানা রক্ষায় তাদের সাহসিকতা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।

লাইন অফ কন্ট্রোল (LoC)-এর দুর্গম পোস্টে অতন্দ্র প্রহরার পাশাপাশি নিজেদের মতো করে আলোর-উৎসব পালন করেন জওয়ানরা। ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে, দেশাত্মবোধক গান গেয়ে আর সহকর্মীদের সঙ্গে মিষ্টি ভাগ করে নেওয়ার মধ্যেই খুঁজে নেয় নিজেদের আনন্দ। তবে এই দীপাবলি শুধু উৎসব নয়, দেশরক্ষার অঙ্গীকারও বটে৷