জঙ্গি সন্দেহে বিনাবিচারে ৫ বছর আটক ব্রিটিশ নাগরিক, ক্ষুব্ধ রাষ্ট্রসংঘ

পাঁচ বছর ধরে দিল্লির তিহার জেলে বন্দি আছেন জগতার সিং ওরফে জাগ্গি জোহাল নামে এক তরুণ। জগতার আদতে ব্রিটিশ নাগরিক (British citizen )। শুধুমাত্র সন্দেহের…

tihar-jail

পাঁচ বছর ধরে দিল্লির তিহার জেলে বন্দি আছেন জগতার সিং ওরফে জাগ্গি জোহাল নামে এক তরুণ। জগতার আদতে ব্রিটিশ নাগরিক (British citizen )। শুধুমাত্র সন্দেহের বশে এই ব্রিটিশ নাগরিককে তিহার জেলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলল রাষ্ট্রসঙ্ঘে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৫ বছর ধরে জগতার তিহার জেলে বন্দি থাকলেও তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগের বিচার হয়নি।

২০১৭ সালের ৪ নভেম্বর জলন্ধর থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করে। জগতারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত সে একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত ছিল। প্রাক্তন ব্রিগেডিয়ার জগদীশ গগনেজাকে সে খুন করে। এরপরই বিনাবিচারে বছরের-পর-বছর এই বিদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবরটি জানার পরে রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও তীব্র উষ্মা প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এক বিদেশি নাগরিককে অপহরণ করে তিহার জেলে আটকে রাখা হয়েছে। তার উপর চলছে মানসিক ও শারীরিক নির্যাতন। জগতারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য সরকার নির্দেশ দিয়েছিল। কিন্তু কোনও অভিযোগই প্রমাণ হয়নি। তার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘ প্রশ্ন করেছে, কীভাবে এবং কেন এক ভিনদেশি নাগরিককে ভারত জেলে আটকে রেখেছে?

রাষ্ট্রসংঘ জগতারকে একজন ভদ্রলোক বলে উল্লেখ করে বলেছে, ২০১৬ সালে তার বিয়ে হয়। পরের বছরই পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করে। অবিলম্বে জগতারকে ছেড়ে দেওয়া হোক।