Tuesday, October 14, 2025
HomeBharatবিতর্কের মধ্যেই পিছিয়ে গেল ব্রিজভূষণের শক্তি প্রদর্শনের মিছিল

বিতর্কের মধ্যেই পিছিয়ে গেল ব্রিজভূষণের শক্তি প্রদর্শনের মিছিল

পিছিয়ে গেল ব্রিজভূষণ শরণ সিংয়ের শক্তি প্রদর্শনের মিছিল। আগামী ৫ জুন সাধুসন্তদের সঙ্গে নিয়ে মিছিল বের করার ঘোষণা করেছিলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট। আপাতত স্থগিত সেই কর্মসূচি।

   
Advertisements

কুস্তিগিরদের হেনস্তার অভিযোগে বিজেপি সাংসদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ চলছে গোটা দেশে। জানা গেছে, ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআরের তদন্ত করছে দিল্লি পুলিশ। সেই জন্যই তাঁর মিছিল স্থগিত করা হয়েছে।

Advertisements

আবার এও জানা গেছে, মিছিল করার আগে উত্তরপ্রদেশ প্রশাসনের অনুমতি নেননি বিজেপি সাংসদ। অনুমতি না নিয়েই প্রচুর সাধুসন্তকে মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

সোশ্যাল মিডিয়ায় এই মিছিলের বিষয়টি প্রচারও করেন বিজেপি সাংসদ। তবে এই মিছিল থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে বিজেপি।

কবে এই মিছিল হবে, সেই নিয়ে কোনো তথ্য জানা যায়নি। শুক্রবার একটি‌‌ ফেসবুক পোস্ট করেন ব্রিজভূষণ নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

প্রসঙ্গত, ব্রিজভূষণের সভায় আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন রাজ্যের সাধুসন্ত, সমাজকর্মী, আইনজ্ঞদের। এই মিছিল থেকেই পকসো আইন বদলের জন্য সরকারকে চাপ দেবেন বলে ঘোষণা করেছিলেন বিজেপি সাংসদ।

তাঁর দাবি অনুযায়ী, “পকসো আইনের অপব্যবহার চলছে। শিশু, বৃদ্ধ, সাধু সকলেই এর ভুক্তভোগী। এমনকি আধিকারিকরাও এই অপব্যবহারের সঙ্গে জড়িত। তবে এবার বদলাতে হবে এই আইন। কোনও পরীক্ষানিরীক্ষা ছাড়াই পকসো আইন পাশ করিয়েছিল কংগ্রেস সরকার।”

Latest News