রাজ্যে মন্ত্রিত্ব ছাড়লেন হেভিওয়েট, মাথায় হাত মোদীর

২৪-এর লোকসভা ভোটের ফলাফল বেরনোর কয়েক দিনের মাথাতেই বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। মূলত রাজস্থানে বিরাট ধাক্কা খেল দল। আসলে রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী কিরোরিলাল মীনা…

narendra modi

২৪-এর লোকসভা ভোটের ফলাফল বেরনোর কয়েক দিনের মাথাতেই বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। মূলত রাজস্থানে বিরাট ধাক্কা খেল দল। আসলে রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী কিরোরিলাল মীনা পদত্যাগ করেছেন। লোকসভা নির্বাচনে দৌসা আসনে হারের পর থেকেই কিরোরিলাল মীনার পদত্যাগের জল্পনা শুরু হয়।

এরপর খোদ কিরোরিলাল মীনা এ কথা সর্বসমক্ষে ঘোষণা করলেন। কিরোরি লাল বলেছিলেন যে তিনি সমস্ত সরকারী সুবিধা থেকে নিজেকে দূরে রেখেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজস্থানের মন্ত্রী কিরোরি লাল মীনা। তবে সেই পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। কয়েকদিন আগে পদত্যাগপত্র পাঠানো হলেও আজ বৃহস্পতিবার এই বিষয়ে তথ্য প্রকাশ্যে এসেছে।

   

কিরোরি লাল মীনা লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন, ‘বিজেপি যদি দৌসা আসনে হারে, তাহলে আমি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।’ এবার নিজের সেই কথা রাখলেন এই বিজেপি নেতা বলে মনে হচ্ছে। বস্তুত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগে কিরোরি লাল মীনা ঘোষণা করেছিলেন, তাঁর প্রভাবশালী এলাকার কোনও আসন হারালে তিনি পদত্যাগ করবেন। এরপর যখন ভোটের ফল বেরোল, তখন দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেল বিষয়টা। ফলাফল থেকে বোঝা গেল, দৌসা আসনে হেরে গিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ইঙ্গিতও দিয়েছেন কিরোরি লাল মিনা। একই সঙ্গে দৌসায় পরাজয়ের পর বিরোধীরাও তাকে ক্রমাগত টার্গেট করছিল। এরপরেই কিরোরি লাল মীনা বললেন যে তিনি পরাজয়ের দায় নিচ্ছেন এবং পদত্যাগ করছেন। তবে তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি।