S Jaishankar: ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে মূল প্রযুক্তিতে অংশীদারিত্ব বাড়াতে চায় ভারত’

ভারত এবং দক্ষিণ কোরিয়ার দশম যৌথ কমিশনের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডা. এস জয়শঙ্কর (S Jaishankar) এবং তার প্রতিপক্ষ চো তাই-ইউল নতুন নতুন প্রযুক্তি, সেমি কনন্ডাক্টর…

ভারত এবং দক্ষিণ কোরিয়ার দশম যৌথ কমিশনের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডা. এস জয়শঙ্কর (S Jaishankar) এবং তার প্রতিপক্ষ চো তাই-ইউল নতুন নতুন প্রযুক্তি, সেমি কনন্ডাক্টর এবং গ্রিন হাইড্রোজেনের মতো নতুন সমস্ত বিষয় নিয়ে কাজ করতে চেয়ে দ্বি পাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। বুধবার ৬ মার্চ ডা. এস জয়শঙ্কর ১০ তম ভারত -দক্ষিণ কোরিয়া জয়েন্ট কমিশন মিটিং-এ সভাপতিত্ব করার সময় জানান; ‘দুই পক্ষের প্রতিরক্ষা থেকে শুরু করে বিজ্ঞান- প্রযুক্তি এবং বাণিজ্যের ক্ষেত্রে শুধু তাই নয় জণগনের মধ্যে বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতা করার কথা ‘।

৪ দিনের জাপান- কোরিয়া সফর জয়শঙ্করের। জয়শঙ্করের উদ্ধবোধনী বক্তৃতাতে প্রধানমন্ত্রী মোদিজির ২০১৫ র কূটনৈতিক আংশিদারিত্ত্ব-র কথা তাকে উল্লেখ করতে শোনা যায়। দুই দেশের মধ্যে যা সদিচ্ছা আছে তা বাস্তবে সঠিক ভাবে রুপায়িত করার কথা তিনি জানান। তিনি তার বক্তব্যে আরও জানিয়েছেন,গতবছরের হওয়া নেতাদের হিরোসিমা ও নয়া দিল্লীতে সাক্ষ্যাতকার তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন । তিনি শুভেচ্ছা জানান চো-কে গত বছর ডিসেম্বরে পররাষ্ট্র পদে জয়ী হওয়ার জন্য।