রণক্ষেত্র তেলেঙ্গানা, বিজেপি-টিআরএসের মধ্যে সংঘর্ষ

উত্তপ্ত তেলেঙ্গানা। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি বসানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) ও টিআরএস(TRS)-এর মধ্যে সংঘর্ষের জেরে শনিবার অশান্ত হয়ে উঠল তেলেঙ্গানার (Telengana) নিজামাবাদ।

জানা গিয়েছে, সমস্যা শুরু হয় যখন স্থানীয় এক বিজেপি ক্যাডার ছত্রপতি শিবাজীর মূর্তি স্থাপন করে । এদিন মারাঠা রাজার জন্মদিনে দলের সাংসদ অরবিন্দ-এর নির্দেশে নিজামাবাদে এই মূর্তি বসানো হয়।

   

এদিকে, টিআরএসের স্থানীয় ক্যাডাররা বিজেপি সাংসদের আগমনের আগে মূর্তিটি উন্মোচন করে, যার ফলে শাসক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে, টিআরএস এবং বিজেপি কর্মীরা রাস্তায় অবস্থান বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে এবং একে অপরকে লক্ষ্য করে স্লোগান দেয় দুই দল।

দু’দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোঁড়ে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ধরনা পল্লি থানার এক সাব-ইনস্পেক্টর ও এক মহিলা কর্মী। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন