GEN Z কে হাতিয়ার করে নেপাল মডেল? বিজেপির তোপ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Nepal Model)আজ ভারতের যুব সমাজ অর্থাৎ জেন জি কে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র রক্ষায়…

Nepal Model allegation by BJP

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Nepal Model)আজ ভারতের যুব সমাজ অর্থাৎ জেন জি কে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে। গতকাল রাহুল ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আরো একবার নিশানা করে বলেছেন যে তারা অনলাইনে অনেক ভোটারকে তালিকা থেকে মুছে দিয়েছেন।

আজ রাহুল গান্ধী ভারতের যুবসমাজকে উদ্দেশ্য করে বলেছেন তাদের কে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে। বিরোধীরা রাহুলের এই আহ্বানকে উস্কানিমূলক বক্তব্য বলে দাবি করেছে। সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করে তারা বলেছে রাহুল ভারতে নেপালের পরিস্থিতি তৈরী করতে চাইছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাহুলকে ‘আরবান নকশাল’ (শহুরে নকশাল) বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করার জন্য যুবকদের উস্কানি দিচ্ছেন।

   

রাহুল গান্ধি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ‘ভোট চুরি’ অভিযোগের ধারাবাহিকতায় বলেছেন, “দেশের যুবকরা, ছাত্ররা, জেন জি তারা সংবিধান রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে এবং ভোট চুরি রোধ করবে। জয় হিন্দ!” তিনি কর্ণাটকের আলন্দ কেন্দ্রীয় আসনে ২০২৩ সালের নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার অভিযোগ তুলে বলেছেন, “ভোর ৪টায় উঠে ৩৭ সেকেন্ডে দুটি ভোটারের নাম মুছে ফেলা যায়, তারপর আবার ঘুমাতে যাওয়া।” এই অভিযোগে তিনি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে সাহায্য পাচ্ছেন বলে দাবি করেছেন এবং বলেছেন, যুবকরা এই চুরি জানলে তাদের শক্তি প্রকাশ পাবে।

ফড়নবীশ এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, “এটি ভোট চুরির বিষয় নয়, রাহুল গান্ধির বুদ্ধি চুরি হয়ে গেছে। তিনি বলেছেন যখন মানুষের মস্তিস্ক বিকৃতি হয় তখনই মানুষ এমন অভিযোগ করতে পারে। তিনি দেশের সংবিধানে বিশ্বাস করেন না।” তিনি আরও যোগ করেছেন, “রাহুল গান্ধি তার আরবান নকশাল হিসেবে প্রমাণ দিয়েছেন।

Advertisements

তাঁর উপদেষকরা শহুরে মাওবাদী মানসিকতার। কিন্তু ভারতের জেন জেড সংবিধানে বিশ্বাস করে, তারা স্টার্টআপ ইকোসিস্টেম শুরু করেছে এবং প্রযুক্তি জানে।” ফড়নবীশের মতে, রাহুলের এই আহ্বান গণতান্ত্রিক সরকার উৎখাত করার চেষ্টা এবং এটি দেশে অরাজকতা ছড়ানোর ষড়যন্ত্র।

একইসঙ্গে, বিজেপি এমপি নিশিকান্ত দুবে বলেছেন, “জেন জি রাজবংশীয় রাজনীতির বিরোধী। নেহরু, ইন্দিরা, রাজীব, সোনিয়ার পর রাহুলকে তারা কেন সহ্য করবে? তারা দুর্নীতির বিরোধী, তাই তারা তোমাকে তাড়িয়ে দেবে।” দুবে আরও বলেছেন, “জেন জেড বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র এবং নেপালে হিন্দু রাষ্ট্র চায়, তাই তারা ভারতে হিন্দু রাষ্ট্র কেন গড়বে না?”

মণিপুরে Assam Rifles-এর ট্রাকের উপর হামলা, মৃত ২ জওয়ান

বিজেপি এমপি কঙ্গনা রানাউতও বলেছেন, “রাহুল সবসময় দেশকে লজ্জিত করার মন্তব্য করেন। তিনি জেন জি -কে প্রতিবাদে ডেকে নেপাল মডেল এখানে চালাতে চান, কিন্তু নেপালে জেন জেড রাজবংশীয় সরকার উৎখাত করেছে।” বিজেপির মতে, রাহুলের এই আহ্বান নেপাল-বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির চেষ্টা এবং গণতন্ত্রকে দুর্বল করার কৌশল।