উপ-নির্বাচনের মাঝেই মৃত্যু দুবারের বিজেপি বিধায়কের

উপ-নির্বাচনের মাঝেই বিজেপি বিধায়কের মৃত্যু হল রাজ্যে। গোটা রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, আচমকা প্রয়াত হলেন কেদারনাথের বিধায়ক শায়লা রানী (Shaila Rani)…

উপ-নির্বাচনের মাঝেই বিজেপি বিধায়কের মৃত্যু হল রাজ্যে। গোটা রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, আচমকা প্রয়াত হলেন কেদারনাথের বিধায়ক শায়লা রানী (Shaila Rani) রাওয়াত।

জানা গিয়েছে, ৬৮ বছর বয়সী শায়লা রানী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ১১টায় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ২০২২ সালে কেদারনাথ থেকে দ্বিতীয়বার নির্বাচনে জিতে বিধায়ক হন শায়লা রানি রাওয়াত। ২০১২ সালে তিনি কেদারনাথের বিধায়কও ছিলেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কেদারনাথ জেলা পঞ্চায়েতের সভাপতি ছিলেন। এর আগে তিনি অগস্ত্যমুনি ব্লক প্রধান পদেও ছিলেন।

   

ক্ষেত্র পঞ্চায়েতের সদস্য হিসেবে শায়লা রানীর রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৭ সালে তিনি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মনোজ রাওয়াতের কাছে হেরে যান। এরপরই ক্যানসারে আক্রান্ত হন তিনি। ক্যান্সারকে পরাজিত করে ২০২২ সালে নির্বাচনে জয়ী হয়ে ফের বিধানসভায় পা রাখেন তিনি।

কিছুদিন ধরে তার স্বাস্থ্যের আবার অবনতি হতে শুরু করে। এরপর মঙ্গলবার রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। এরপর তাদের বাবা-মায়ের বাড়ি চক গাদোলিয়া হয়ে রুদ্রপ্রয়াগে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগে শেষকৃত্য সম্পন্ন হবে।