জাতীয় সঙ্গীত অবমাননা অভিযোগে BJP বিধায়কদের থানায় তলব

পরপর দুদিন বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ। রাতেই ফের চিঠি তৃণমূলের। সচিবের মাধ্যমে দ্বিতীয় চিঠি থানায় পাঠান অধ্যক্ষ। প্রথম নালিশের এফ আই আর মনোজ…

পরপর দুদিন বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ। রাতেই ফের চিঠি তৃণমূলের। সচিবের মাধ্যমে দ্বিতীয় চিঠি থানায় পাঠান অধ্যক্ষ। প্রথম নালিশের এফ আই আর মনোজ শংকর সহ পাঁচ বিধায়ককে নোটিশ। সোমবার পাঁচ বিজেপি বিধায়ককে লালবাজার তলব পুলিশের।

বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ করে তৃণমূল। মনোজ টিগ্গা শংকর ঘোষ সহ ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা। তৃণমূলের পরিষদীয় দলের নালিশে এবার হেয়ার স্ট্রীট থানায় মামলা দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল যে জাতীয় সংগীত অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। এবার হেয়ার স্ট্রীট থানায় মামলা দায়ের হল।

   

শহরে যখন অমিত শাহ এসেছিলেন সেই সময় জোড়া কর্মসূচি ছিল একদিকে তৃণমূলের কর্মসূচি একদিকে বিজেপির কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা কর্মসূচি পালন করছিল। সেই সময়ে অভিযোগ বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ দেখান ও জাতীয় সংগীত অবমাননা করেন। তাই গতকালই পরিষদীয় দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায় তারা লিখিতভাবে বিধানসভার স্পিকার এর কাছে অভিযোগ দিয়েছিলেন। বিধানসভার রেজিস্টার এক ঘটনাটি হেয়ার স্ট্রীট থানায় ফরওয়ার্ড করে। তার প্রেক্ষিতেই বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

তাপস রায় বলছেন, “আমরা সব নিয়ম মেনে মাননীয় অধ্যক্ষকে জানিয়েছি। ওরা যা করেছে তা একটা অপরাধ। এই অপরাধের বিচার হওয়া উচিত।”