Karnataka: অবৈধ লেনদেন অভিযোগ, চাপের মুখে বিজেপি মন্ত্রী ঈশ্বরাপ্পার পদত্যাগ

ঠিকাদারের আত্মহত্যার ঘটনায় চাপের মুখে পড়ে ইস্তফা দেওয়ার ঘোষণা কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রীর। ঠিকাদার সন্তোষ পাতিলের আত্মহত্যার ঘটনায় বুধবার কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa) বলেছিলেন…

BJP minister KS Eshwarappa

ঠিকাদারের আত্মহত্যার ঘটনায় চাপের মুখে পড়ে ইস্তফা দেওয়ার ঘোষণা কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রীর। ঠিকাদার সন্তোষ পাতিলের আত্মহত্যার ঘটনায় বুধবার কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa) বলেছিলেন ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। রাজনৈতিক চাপের কাছে মাথা নুইয়ে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেলেন মন্ত্রী।

বৃহস্পতিবার কর্নাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী শিবমোগায় সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে আমি আমার ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের হাতে তুলে দেব। আপনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দল ও দলীয় নেতৃত্বকে আমার জন্য যে সমস্যার মুখে পড়তে হচ্ছে তা যাতে না হয় তার জন্যই আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

   

তিনি বলেন তবে আমি এটা হলফ করে বলতে পারি যে, আমি কোনও ভুল করিনি। আমার ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস আছে। নিশ্চিতভাবেই আমি একদিন এই কলঙ্কজনক অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারব। তাঁর এই দুঃসময়ে মুখ্যমন্ত্রী এবং দলের অন্যান্য নেতা এবং দলীয় কর্মী ও সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান।

রাজনৈতিক মহল মনে করছে ইস্তফা দেওয়া ছাড়া ঈশ্বরাপ্পার সামনে দ্বিতীয় কোনও বিকল্প পথ ছিল না। সে কারণেই তিনি ইস্তফা দিচ্ছেন। তবে মন্ত্রী যে ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফার কথা ঘোষণা করবেন এটা কিছুটা অপ্রত্যাশিত।

সূত্রের খবর, ঠিকাদার সন্তোষের আত্মহত্যার ঘটনায় বিজেপি প্রবল চাপে পড়ে ছিল। যে কারণে দিল্লি থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যকে স্পষ্ট জানিয়ে দেয়, দলের ভাবমূর্তি অক্ষু্ণ্ণ রাখতে অভিযুক্ত মন্ত্রীকে ইস্তফা দিতে হবে।

দিল্লির সেই নির্দেশ বেঙ্গালুরু পৌঁছতেই মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ঈশ্বরাপ্পা। যদিও বৃহস্পতিবার দুপুরেও মুখ্যমন্ত্রী বোম্বাই বলেছিলেন, ঈশ্বরাপ্পা মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই তার বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই ঠিকাদারের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। পুলিশ ওই ঘটনার উপযুক্ত তদন্ত করবে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ছবি বদলে গেল। ইস্তফা দিতে বাধ্য হলেন মন্ত্রী ঈশ্বরাপ্পা।