লোকসভা ভোট মিটতেই ব্যাপক অস্বস্তিতে বিজেপি। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল এক বিজেপি নেতাকে। জানা গিয়েছে, গবাদি পশু পরিবহন ও বিক্রি ইস্যুতে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে তেলাঙ্গানার মেদকে। আর এই মেদকে যাওয়ার সময়েই বিমানবন্দর থেকে বিজেপি নেতা রাজা সিংকে শামশাবাদ বিমানবন্দরে গ্রেফতার করল পুলিশ।
শামশাবাদ বিমানবন্দরের পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আমরা শামশাবাদ বিমানবন্দরে প্রতিরোধমূলক গ্রেফতার করেছি। রাজা সিং মেদক যেতে চেয়েছিলেন কিন্তু আমরা তাকে তার বাড়িতে রেখে এসেছি।’ উল্লেখ্য, শনিবার রাতে তেলেঙ্গানার মেদাকে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই তেলেঙ্গানায় নিরাপত্তা জোরদার করে দিয়েছে পুলিশ। পাশাপাশি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনের গরু পাচারই এই হিংসার কারণ বলে মনে করা হচ্ছে। জায়গায় জায়গায় টহলদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্পর্শকাতর এলাকায় পিকেট মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলি থেকে অতিরিক্ত বাহিনী শহরে পাঠানো হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এ.ভি. পরিস্থিতির উপর নজর রাখছেন রঙ্গনাথ। তিনি দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার এবং পুলিশকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন। শান্তি ও সম্প্রীতি নষ্ট করা দুষ্কৃতীদের রেহাই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ঈদুল আজহায় কোরবানির জন্য রাখা পশু উদ্ধারে একদল লোক উদ্ধারের চেষ্টা করলে হিংসার সূত্রপাত হয় বলে জানা গেছে। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়।
#WATCH | Telangana: BJP leader Raja Singh arrested at Shamshabad airport for trying to visit Medak, where communal tension prevails over cattle transportation and sale issues.
We have done preventive arrest at Shamshabad Airport. He wanted to go to Medak but we left him at his… pic.twitter.com/Ln7BbVZV7V
— ANI (@ANI) June 16, 2024