Bihar : ক্রিকেট ম্যাচের মাঝে ‘গুলি চালিয়েছে মন্ত্রীর ছেলে’

চলল গুলি। তাও প্রকাশ্যে। অভিযোগ বিহারের  (Bihar) পরিবহন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে৷ Advertisements মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে সর্বভারতীয় সংবাদমাধ্যমে। ঘটনাটি বিহারের চম্পারনের।…

Bihar

চলল গুলি। তাও প্রকাশ্যে। অভিযোগ বিহারের  (Bihar) পরিবহন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে৷

Advertisements

মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে সর্বভারতীয় সংবাদমাধ্যমে। ঘটনাটি বিহারের চম্পারনের। একজন সাক্ষীর মতে, ‘বাচ্চারা এখানে ক্রিকেট খেলছিল। হঠাৎই ৪-৫ জন লোক তাদের মারধোর করতে শুরু করে। বন্দুকের হাতল দিয়ে একজনকে মারা হয়। গুলি চালানো হয়েছে প্রকাশ্যে৷ তাদের মধ্যে একজন নারায়ণের ছেলে।’ সেখানে উপস্থিত উত্তেজিত জনতার অভিযোগ, মন্ত্রীর ছেলে গুলি চালিয়েছে প্রকাশ্যে।

Advertisements

যদিও ছেলের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ বিহারের পরিবহন মন্ত্রী। ঘটনাটি সাজানো, মিথ্যা বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। সংবাদসংস্থায় বিহারের পরিবহন মন্ত্রী নারায়ণ প্রসাদ বলেছেন, ‘পাথর ছোঁড়াছুঁড়ি হয়েছিল সেখানে। দুই দিকের লোকই আহত হয়েছে। ইটের ঘায়ে একজন আহত হয়েছেন। আমার ছেলে কোনো গুলি চালায়নি। ওর রিভলবার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের বদনাম করার জন্য এক ধরণের গুজব রটানো হচ্ছে।’