খড়গের ‘বেটে কি শাদি’ কটাক্ষের জবাব বিজেপি’র, ‘যুবরাজের বিয়ে হলে আমরাও যাব’

Bihar Election Kharge Modi Clash

বিহার ভোটের মুখে ফের তীব্র হচ্ছে বিজেপি–কংগ্রেস দ্বন্দ্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের ‘বেটে কি শাদি’ মন্তব্যের জবাবে মঙ্গলবার তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ খড়গেকে উদ্দেশ করে তিনি লেখেন, “খড়গে জি, যদি কখনও কংগ্রেস যুবরাজের বিয়ে হয়, আমরা নিশ্চয়ই সেখানে যাব।”

Advertisements

বিজেপি দীর্ঘদিন ধরেই রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে ‘যুবরাজ’ বলে সম্বোধন করে থাকে। গিরিরাজের মন্তব্য তাই রাজনৈতিক মহলে রাহুলকে উদ্দেশ করেই পরোক্ষ কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে।

   

খড়গের কটাক্ষে আগুন রাজনীতির ময়দানে

প্রসঙ্গত, সোমবার বিহারে একটি নির্বাচনী সভায় খড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন,
“মোদীজী বিহারে এমনভাবে ঘুরছেন, যেন ওটা তাঁর ছেলের বিয়ে! পঞ্চায়েত ভোট থেকে সংসদ নির্বাচন—সব জায়গায় শুধু মোদীর মুখ। কতবার মানুষ মোদীর মুখ দেখেই ভোট দেবে?”

এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিজেপি নেতারা একে “অশালীন রাজনৈতিক আক্রমণ” বলে সমালোচনা করেছেন।

Advertisements

‘জঙ্গলরাজের অভিধান’, বিহার নিয়ে মোদীর কড়া বার্তা Bihar Election Kharge Modi Clash

অন্যদিকে, বিহার ভোটের প্রথম দফার ঠিক আগে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারের সভায় তিনি কংগ্রেস–রাজদ জোটের বিরুদ্ধে বহুমুখী আক্রমণ চালিয়ে বলেন, “আরজেডি ও কংগ্রেসের অভিধানে ‘কাট্টা’, নিষ্ঠুরতা, দুর্ব্যবহার, দুর্নীতি—এই শব্দগুলোই আছে। এটাই তাদের জঙ্গলরাজের পাঠশালার শিক্ষা।”

তিনি আরও অভিযোগ করেন, রাজদ–কংগ্রেস জোট “অনুপ্রবেশকারীদের রক্ষা করতে রাজনৈতিক সফর করছে” এবং বিহারে ফের ‘অস্থিরতা ও অব্যবস্থার দিন’ ফিরিয়ে আনতে চাইছে।

বিহার ভোটে শেষ ল্যাপের প্রচারে দুই শিবিরের তীব্র মুখোমুখি

বিহারের ২৪৩টি বিধানসভা আসনে ভোট হবে দুই দফায় — ৬ ও ১১ নভেম্বর, আর ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। প্রথম দফার ভোটের আগে শেষ পর্যায়ের প্রচারে দুই প্রধান রাজনৈতিক শিবিরের তীর্যক বাক্যবাণে উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনীতি। একদিকে খড়গের ব্যক্তিগত কটাক্ষ, অন্যদিকে মোদীর জঙ্গলরাজ আক্রমণ—সব মিলিয়ে নির্বাচনী লড়াই এখন সরাসরি মোদী বনাম মহাগঠবন্ধন সংঘাতে রূপ নিয়েছে।