Nitish Kumar: জোটবদলু নীতীশ ফের মোদীর শিবিরে, পদত্যাগ করে আজই ফের শপথ

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার পাটনায় অনুষ্ঠিত জেডিইউ পরিষদীয় দলের বৈঠকে নীতীশ কুমারকে দলীয় বিধায়করা যে কোনও সিদ্ধান্ত নেওয়ার…

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার পাটনায় অনুষ্ঠিত জেডিইউ পরিষদীয় দলের বৈঠকে নীতীশ কুমারকে দলীয় বিধায়করা যে কোনও সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছিলেন, তারপরেই নীতীশ কুমার পদত্যাগ সম্পর্কিত এই সিদ্ধান্ত নেন।সূত্রের খবর, বিহারের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া নীতীশ কুমার আজ বিকেল ৫টায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নীতীশ কুমার বলেন, তিনি রাজ্যপালকে বিহারে মহাজোট ভেঙে দিতে বলেছেন। জেডিইউ নেতা আরও বলেন, পরিস্থিতি এমন ছিল যে আমাকে পদত্যাগ করতে হল।

দলের পরিষদীয় দলের বৈঠকের পরে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন নীতীশ কুমার। মহাজোট সরকার থেকে ইস্তফা দেওয়ার পর বিহারে নতুন সরকার গঠনের পথ এখন পরিষ্কার। প্রায় দু’বছর পর ফের নিজের পুরনো জায়গা অর্থাৎ এনডিএ-তে গিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ছেন নীতীশ কুমার। ২০২২ সালের আগস্টে মহাজোট সরকারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ কুমার।

সূত্রের খবর, এই পদত্যাগের পর ফের বৈঠকে বসবেন নীতীশ কুমার। এই বৈঠকে নতুন সরকার গঠনের সব প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ সন্ধ্যায় নীতীশ কুমার ফের একবার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, তবে এবার তিনি এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হবেন।

জানা গিয়েছে, বিকেল ৫টায় পাটনার রাজ্যপাল হাউসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারে বিজেপি কোটায় দুই উপমুখ্যমন্ত্রীর নাম শোনা যাচ্ছে। নীতীশ কুমার এবার মুখ্যমন্ত্রী হলে নবমবারের জন্য এই পদে শপথ নেবেন।

INDI জোটের নেতা হয়েই জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার বলেছিলেন ‘মর জানা কবুল হ্যায়, লেকিন উনকে সাথে (বিজেপি) জানা কবুল নেহি’। অবিশ্বাসী বলে কুখ্যাত নীতীশ কুমারের ফের বিজেপি নেতৃত্বে NDA জোটেই।জোটবদলু তকমাধারী নীতীশ কুমারের ফের জোট বদল। বিহারের মুখ্যমন্ত্রীকে ঘিরে শুধু পাটনার রাজনীতিতে নয়, পুরো লোকসভা ভোটের সমীকরণে ধাক্কা লেগেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।