২৩০ থেকে এক লাফে ২৩৯ শতাংশ, DA বাড়ল লাখ লাখ সরকারি কর্মীর

২০২৪ সালের লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের একবার পকেট ভরতে শুরু করল রাজ্যের সরকারি কর্মীদের। এর কারণ অবশ্যই হল ডিএ বা মহার্ঘ্য ভাতা (DA)।…

২০২৪ সালের লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের একবার পকেট ভরতে শুরু করল রাজ্যের সরকারি কর্মীদের। এর কারণ অবশ্যই হল ডিএ বা মহার্ঘ্য ভাতা (DA)। ভোট মিটতে না মিটতেই এবং কেন্দ্রীয় বাজেটের আগে ডিএ বৃদ্ধি হল লাখ লাখ সরকারি কর্মীর।

জানা গিয়েছে, শুক্রবার বিহার মন্ত্রিসভার টানা বৈঠকে ষষ্ঠ বেতন স্কেলে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মোট ৪৮টি এজেন্ডা অনুমোদিত হয়। অতিরিক্ত মুখ্যসচিব ডঃ এস সিদ্ধার্থ জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগীদের বেতন, পেনশন প্রাপ্ত বেতন স্কেলে ২৩০ শতাংশের পরিবর্তে ২৩৯ শতাংশ মহার্ঘ ভাতার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

   

এর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যে পরিচালিত ৩৪টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ৩৩৮টি শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অধ্যাপকের ২৮টি, সহযোগী অধ্যাপকের ৭১টি এবং সহকারী অধ্যাপকের ২৩৯টি পদ রয়েছে। একইভাবে ৩১টি সরকারি পলিটেকনিক ও সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০৩টি শিক্ষকের পদ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বিহার সরকার শ্রম সম্পদ বিভাগের অধীনে ড্রয়িং ইনস্ট্রাক্টরের ১৩০টি পদ এবং গ্রুপ ইনস্ট্রাক্টরের ১৩৭টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নীতিগতভাবে, বিহারের ৩১টি জেলাকে শিল্প অঞ্চল হিসাবে বিকাশ ও বিকাশের অনুমোদনও দেওয়া হয়েছে। নীতীশ কুমারের নতুন মন্ত্রিসভা পাটনা, মুজফফরপুর, গয়া, ভাগলপুর, দ্বারভাঙ্গা এবং পূর্ণিয়া শহরে ৪০০ টি বাস সরবরাহের জন্য ১,০৩২ কোটি টাকা অনুমোদন করেছে। বৈঠকে বিহার পুলিশের অধীনে গঠিত স্পেশাল অক্সিলারি পুলিশ ফোর্সে পুনর্বহাল ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের ৩,২৫৭ জনের চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।