RSS-এর বড় স্বস্তি! সরকারের আপিল খারিজ করে দিল হাইকোর্ট

karnataka-police-allow-rss-march-in-kharges-stronghold-under-strict-guidelines

বেঙ্গালুরু: কর্ণাটক সরকারি মালিকানাধীন স্থানে কোনও কার্যক্রম পরিচালনার আগে বেসরকারি সংস্থাগুলির অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। তবে বৃহস্পতিবার শুনানিতে কর্ণাটক হাইকোর্টের বেঞ্চের তরফে সরকারি কৌঁসুলিকে প্রশ্ন করা হয়, “মানুষ যদি একসাথে চলতে চায়, তাহলে কি তা বন্ধ করা যাবে?”

Advertisements

পুনশ্চেতনা সেবা সংস্থা এবং উই কেয়ার ফাউন্ডেশন – – বিবাদীদের পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র আইনজীবী অশোক হরণহাল্লি পাল্টা বলেন যে সরকারের আপিল বহাল রাখার যোগ্য নয়।

   

সংবিধানের ১৯(১)(খ) ধারা উদ্ধৃত করে তিনি বলেন যে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার কেবলমাত্র জনশৃঙ্খলার কারণে সীমাবদ্ধ হতে পারে। “এই নিয়মের অধীনে ক্রিকেট খেলা একটি দলকেও প্রতিদিন অনুমতি নিতে হবে,” তিনি উল্লেখ করেন। উভয় পক্ষের কথা শোনার পর, বেঞ্চ সরকারের আপিল খারিজ করে দেয়।

Advertisements

প্রসঙ্গত, আপিলে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের নামোল্লেখ না থাকলেও কর্ণাটকে মূলত সরকারি স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ এবং সরকারি দফতরের প্রাঙ্গণকে আরএসএস নিজেদের কর্মসূচীর জন্য ব্যবহার করছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খারগে। আরএসএস শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ‘মগজ ধলাই’-এর চেষ্টা করছে বলে দাবী করেন তিনি। এই নিয়ে চরম বিতর্ক শুরু হয়। আরএসএস নিষিদ্ধকরণের দাবী উঠতে থাকে।