BJP: মুখরক্ষায় বিজেপির বিপ্লব বর্জন? একগুচ্ছ বিধায়কের দলত্যাগ সম্ভাবনা

আসন্ন বিধানসভা ভোটের আগে বিরাট পরিবর্তন আসতে চলেছে বিজেপিতে। বিশেষ সূত্রে খবর, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এবার দল থেকে ছাঁটাই করতে চলেছে (BJP) বিজেপি।…

আসন্ন বিধানসভা ভোটের আগে বিরাট পরিবর্তন আসতে চলেছে বিজেপিতে। বিশেষ সূত্রে খবর, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এবার দল থেকে ছাঁটাই করতে চলেছে (BJP) বিজেপি। নয়াদিল্লিতে এই বিষয়ে সিদ্ধান্ত পাকা বলেই খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিপ্লব দেবকে নিয়ে বারে বারে বিতর্কের মুখে পড়েছে বিজেপি। সম্প্রতি বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে বিজেপি।

বিশেষ সূত্রে kolkata24x7 জানতে পেরেছে, বিপ্লব দেবকে বহিষ্কারের চিঠিতে শিলমোহর পড়ছে। আরও জানা যাচ্ছে তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের কাছে তদ্বির করতে শুরু করেছিলেন। কেউই তেমন পাত্তা দেননি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা যাচ্ছে, ত্রিপুরার শাসকদল বিজেপির অভ্যন্তরে প্রবল বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে। একাধিক বিজেপি বিধায়ক দ্রুত দলত্যাগ করতে চলেছেন। এ বিষয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে কিছু ইঙ্গিত এসেছে। দলত্যাগীরা পুনরায় কংগ্রেসে যোগ দিতে পারেন বলেই খবর। এর আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরেছেন সুদীপ রায় বর্মণ। উপনির্বাচনে জয়ী হয়ে তিনি এখন বিধানসভায় একমাত্র কংগ্রেস বিধায়ক।

কেন বিপ্লব দেবকে দল থেকে সরাতে মরিয়া বিজেপি? সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একের পর অভিযোগ জমা পড়েছে। খোদ বিজেপির কয়েকজন মন্ত্রীর অভিযোগ, বিপ্লব দেব বেশকিছু অনৈতিক কাজে জড়িত।

বিপ্লব ঘনিষ্ঠ আরও এক মন্ত্রীর বিরুদ্ধেও পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধেও।

এদিতে প্রধান বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, রাজ্যে গত ২০১৮ বিধানসভা ভোটে পরিবর্তনের পর চূড়ান্ত দুর্নীতি চলেছে। রাজনৈতিক হামলা চালিয়ে বিজেপি ক্ষমতায় থাকতে মরিয়া।