Meenakshi Lekhi: মোদীর বিরুদ্ধে বিজেপি মন্ত্রী, হামাসকে জঙ্গি তকমা দিতে অস্বীকার মীনাক্ষী লেখির

ভারত সরকার হামাসকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করার পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে সংসদের প্রশ্নের উত্তরে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী (Meenakshi Lekhi) মীনাক্ষী লেখি।…

Meenakshi Lekhi

ভারত সরকার হামাসকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করার পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে সংসদের প্রশ্নের উত্তরে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী (Meenakshi Lekhi) মীনাক্ষী লেখি। প্রবল বিড়ম্বনায় বিজেপি। মীনাক্ষী চর্চিত বিজেপি নেত্রী। ইজরায়েলের মাটিতে ফিলিস্তিনি সংগঠন হামাস গণহত্যা চালিয়েছিল। তার জবাবে ইজরায়েল সরকার প্যালেস্টাইনের জমি গাজা শহরের শাসক গোষ্ঠি হামাসের বিরুদ্ধে প্রত্যাঘাত করছে। ইজরায়েলের হামলায় বহু মৃত্যু হয়েছে।

শুক্রবার, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভাকে জানিয়েছিলেন যে হামাস-ইসরায়েল যুদ্ধের ফলে উদ্ভূত ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। “সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেওয়ার সাথে সাথে “সংযম ও ক্রমবর্ধমান” করার আহ্বান জানানো হয়েছে”।

   

মীনাক্ষী লেখি এ বিষয়ে সরাসরি উত্তর দেননি যখন প্রশ্ন করা হয়েছিল যে ভারত হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে মনোনীত করবে কি না। লেখি নথিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “একটি তদন্ত অপরাধীকে প্রকাশ করবে।” তিনি জানান, কোনো সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করা সংশ্লিষ্ট সরকারি দপ্তর কর্তৃক আইনের বিধান অনুযায়ী বিবেচিত হয়”।

ইজরায়েল-হামাস সংঘর্ষের প্রেক্ষিতে ভারত সরাসরি ইজরায়েলের পক্ষ নেয়। প্রধানমন্ত্রী মোদী হামাসের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। পরে তিনি প্যাসেস্টাইনের ওয়েস্ট ব্যাংক এলাকার শাসক ফাতাহ গোষ্ঠীর প্রধান ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলেন। ফাতাহ ও হামাস পরস্পর বিরোধী। প্যালেস্টাইনের দুটি অংশে দুই গোষ্ঠীর শাসন চলছে। তবে এখন ইজরায়েলি হামলায় গাজা ভুখণ্ড হামাসের নিয়ন্ত্রন নেই। অভিযোগ, এতে সায় দেননি মীনাক্ষী লেখি।