News Desk, Bhopal: টাকার জন্য পাওনাদারদের মাত্রাতিরিক্ত চাপের কারণে বিষ খেয়ে আত্মঘাতী (suicide) হলেন একই পরিবারের ৫ জন। আত্মহত্যা করার আগে বন্ধু ও আত্মীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে (whatsapp group) ১৩ পাতার একটি সুইসাইড নোট এবং পাওনাদারদের নাম লিখে রেখে গিয়েছে ওই পরিবারটি।
এমনকী, আত্মহত্যা করার আগে ঘরের দেওয়ালেও তাঁরা লিখে রেখে গিয়েছেন পাওনাদারদের নাম। একই সঙ্গে তাঁরা লিখেছেন, “আমরা বিচার চাই (we want justice)। আমরা ভীত (affraid) নই, কিন্তু কোনও উপায় না থাকায় আমরা বাধ্য হয়ে আত্মঘাতী হচ্ছি।” গত সপ্তাহে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal)।
পুলিশ জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই বৃহস্পতিবার সকালে ভোপালের ওই পরিবারের ৫ সদস্য আত্মহত্যা করেছেন। প্রথমে তাঁরা পোষ্য দুই সারমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলেন। এরপর তাঁরা নিজেরাও বিষ পান করেন। পাওনাদারদের হাতে হেনস্তা হওয়ার কারণেই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। মৃত্যুর আগে পরিবারের সকলে মিলে একটি সেলফিও তোলেন। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। ওই পরিবারটির আত্মহত্যার ঘটনায় রবিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
আত্মঘাতী পরিবারটির কর্তার নাম সঞ্জীব জোশী। সঞ্জীবের স্ত্রী অর্চনা। ওই ভিডিয়োতে অর্চনা জানিয়েছেন, তাঁদের বসতবাড়িটি ছাড়াও আরও তিনটি জমি রয়েছে। তাঁরা চেয়েছিলেন জমি-বাড়ি বেচে ঋণ পরিশোধ করে দেবেন। কিন্তু তাদের সেই সুযোগ ও সময় দেওয়া হয়নি। অর্চনা বলেছেন, তাঁদের বাড়িটির দাম ছিল ৫২ লক্ষ টাকা। কিন্তু দ্রুত ঋণ পরিশোধ করার জন্য তাঁরা ২২ লাখ টাকায় বাড়ি বিক্রির জন্য চুক্তিও করে ফেলেছিলেন। কিন্তু বাড়ির সামনে প্রতিদিনই পাওনাদাররা এসে ঝামেলা করতো, তাই তাঁরা বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
ওই ভিডিয়োয় অর্চনা আরও বলেছেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন তিনি এবং তাঁর স্বামী সঞ্জীব আত্মঘাতী হবেন। কিন্তু পরে তাঁরা ভেবে দেখেন যে, তাঁদের মৃত্যুর পর ছেলে মেয়েরা চরম কষ্টে পড়বে। সে কারণেই পরবর্তী ক্ষেত্রে তিন ছেলে-মেয়েকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই মৃত পরিবারটির আত্মীয়রা পাওনাদারদের নামে পালানি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, যদি দেখা যায় পাওনাদারদের হাতে নিগৃহীত হওয়ার কারণেই ওই পরিবারটি চরম সিদ্ধান্ত নিয়েছে তবে অভিযুক্তদের কাউকেই ছাড়া হবে না।