Rahul Gandhi: মণিপুর থেকেই রাহুলের যাত্রা, নাশকতার কেন্দ্র থৌবলকে বেছে নিল কংগ্রেস

বিজেপি শাসিত মণিপুর থেকেই পূর্ব নির্ধারিত ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) শুরু করছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রা রাজ্যের রাজধানী ইম্ফলের…

Rahul Gandhi

বিজেপি শাসিত মণিপুর থেকেই পূর্ব নির্ধারিত ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) শুরু করছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রা রাজ্যের রাজধানী ইম্ফলের পরিবর্তে থৌবাল (Thoubal) জেলার একটি ব্যক্তিগত মাঠ থেকে ১৪ই জানুয়ারী ফ্ল্যাগ অফ করা হবে। এই থৌবল জেলা জাতিগত হিংসায় বারবার রক্তাক্ত হয়েছিল। সম্প্রতি এখানেই হামলায় একাধিক মারা যান। মণিপুরে অশান্তি চলছেই। এই কারণে রাহুল গান্ধীর সফরে অনুমতি দেখছি রাজ্য সরকার। পরে চাপের মুখে অনুমতি দেওয়া হয়।

মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কেশাম মেঘচন্দ্র (Keisham Meghachandra) বলেছেন, ইম্ফলের হাপ্তা কাংজিবুং মাঠ থেকে যাত্রা শুরু করার অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার কিছু শর্তের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। যার ফলে শেষ মুহুর্তে ৩৪ কিলোমিটার দূরে যাত্রা আরম্ভের স্থানটি সরানো হয়।

কেশাম মেঘচন্দ্র জানান, “আমরা ২ রা জানুয়ারি রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম যে ইম্ফলের হাপ্তা কাংজিবুং পাবলিক গ্রাউন্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রার পতাকা প্রদর্শনের অনুমতি দেওয়া হোক। আমরা ঘোষণাও করেছিলাম যে যাত্রাটি ইম্ফল থেকে শুরু হবে এবং মুম্বইতে শেষ হবে।”

তিনি বলেন, “আমরা ১০ই জানুয়ারি এই বিষয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে দেখা করেছি কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে অনুমতি দেওয়া হবে না। পরে সেই রাতে, একটি আদেশ জারি করা হয়েছিল যা হাপ্তা কাংজেইবুং মাঠের জন্য অনুমতি দেওয়া হচ্ছে তবে সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর সঙ্গে।”

মেঘচন্দ্র বলেছেনকংগ্রেসের একটি দল আবার ডিজিপি রাজীব সিং এবং ইম্ফল পূর্বের ডেপুটি কমিশনার (ডিসি) এবং এসপির উপস্থিতিতে মুখ্য সচিব বিনীত জোশীর সঙ্গে দেখা করেছেন। “আমাদের বলা হয়েছিল যে অনুষ্ঠানস্থলে ১,০০০ জনের বেশি লোকের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেন, “অনুমতি না দেওয়ায় আমরা উদ্বেগজনক পরিস্থিতিতে পড়েছিলাম। বৃহস্পতিবার গভীর রাতে, থৌবাল ডিসি জেলার খংজোম এলাকায় একটি ব্যক্তিগত জমি থেকে যাত্রা শুরু করার অনুমতি দিয়েছেন।” মেঘচন্দ্র জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সেখান থেকে যাত্রার সূচনা করবেন।

রাজ্যের আরেক কংগ্রেস নেতা বলেন, ভেন্যু বদলাতে হলেও রুটে কোনও পরিবর্তন হবে না। ১৪ জানুয়ারী মণিপুরে শুরু হওয়ার পরে, যাত্রাটি ২০ মার্চ মুম্বইয়ে শেষ হবে। এটি ১৫ টি রাজ্যের ১১০ টি জেলা পেরিয়ে ৬৭ দিনে ৬,৭১৩ কিলোমিটার কভার করবে।