Bank Closed: জুন মাসে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

আবারো অনেকদিন বন্ধ থাকতে চলেছে একাধিক ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) জানিয়েছে, ব্যাঙ্কে ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হয়। শুধুমাত্র শনিবার এবং সমস্ত রবিবারের…

আবারো অনেকদিন বন্ধ থাকতে চলেছে একাধিক ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) জানিয়েছে, ব্যাঙ্কে ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হয়। শুধুমাত্র শনিবার এবং সমস্ত রবিবারের ছুটির দিনগুলি এক থাকে। এছাড়া গেজেটেড ছুটিতেও সব ব্যাঙ্ক বন্ধ থাকে।

আরবিআই জানিয়েছে, জুন মাসে ব্যাঙ্কের প্রথম ছুটি মহারাণা প্রতাপ জয়ন্তীতে হলেও এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে শুধুমাত্র হিমাচল প্রদেশের রাজধানী শিমলায়। এ দিন সব সরকারি, বেসরকারি, বিদেশি, সমবায় ও আঞ্চলিক ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া দ্বিতীয় ছুটি থাকবে ১৫ জুন। এই দিনটিতে দেশের কিছু অংশে ওয়াইএমএ দিবস, কিছু জায়গায় গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী এবং কিছু এলাকায় রাজা সংক্রান্তি উদযাপিত হবে। শুধু আইজল, ভুবনেশ্বর, জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্ক বন্ধ থাকবে এ দিন।

   

Advertisements

জুন মাসে বড় কোনো উৎসব বা সরকারি ছুটি নেই। তাই মাসের বাকি সময়ে শুধু রবিবার ও দ্বিতীয় শনিবার থাকবে। ৫ জুন, ১১ জুন, ১২ জুন, ১৯ জুন, ২৫ জুন ও ২৬ জুন ব্যাংক বন্ধ থাকবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News