Bank Holiday: আজই সব কাজ সেরে ফেলুন, ভোটের দিন একাধিক রাজ্য বন্ধ থাকবে ব্যাঙ্ক

রাত পোহালেই দেশজুড়ে শুরু হয়ে যাবে লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। এদিকে আপনারও যদি ভোট সংক্রান্ত কোনও কাজ থেকে থাকে…

রাত পোহালেই দেশজুড়ে শুরু হয়ে যাবে লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। এদিকে আপনারও যদি ভোট সংক্রান্ত কোনও কাজ থেকে থাকে তাহলে তা আগামীকালের আগেই দ্রুত সেরে ফেলুন নইলে বিপদে পরবেন। আগামীকাল শুক্রবার প্রথম দফার নির্বাচনের কারণে কিছু জায়গায় ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকবে, যার কারণে আপনার ব্যাংকিং সম্পর্কিত কাজ আটকে যেতে পারে।

আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। এদিন প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। যেসব শহরে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সরকারি-বেসরকারি দুই অফিসেই ছুটি থাকবে। বন্ধ থাকবে ব্যাঙ্কও। এমতাবস্থায় জেনে নিন কোন কোন শহরে ১৯ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফা, ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচন, তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার ভিলভানকোডে উপনির্বাচন। উত্তরাখণ্ড ও নাগাল্যান্ডেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কারণে দেরাদুন, চেন্নাই, ইটানগর, জয়পুর, কোহিমা, নাগপুর এবং শিলংয়ে ছুটি থাকবে।

উল্লিখিত রাজ্যগুলি ছাড়াও আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, সিকিম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই রাজ্যগুলিতে ব্যাঙ্কের ছুটি নিয়ে এই মুহূর্তে কোনও তথ্য দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।