পাকিস্তানের সীমা হায়দারের (Seema Haider) পর এবার এক বছরের শিশুকে নিয়ে নয়ডা (Noida) পৌঁছেছেন বাংলাদেশের সোনিয়া আখতার। তিন বছর আগে নয়ডার যুবক সৌরভ কান্ত তিওয়ারিকে বিয়ে করেন সোনিয়া আখতার। বাংলাদেশ থেকে নয়ডায় আসা সোনিয়া আক্তার স্বামীর সঙ্গে নয়ডায় থাকতে চান। বিয়ের কয়েক মাস পর সৌরভ কান্ত তিওয়ারি সোনিয়াকে সঙ্গে রাখতে রাজি হননি।
একইসঙ্গে সোনিয়া এখন অভিযোগ করেছেন, সৌরভ কান্ত ভারতের আরেক মহিলাকে বিয়ে করেছেন। তিনি তার এক বছরের শিশুকে নিয়ে নয়ডা আসছেন এবং পুলিশের কাছে ন্যায়বিচারের আবেদন করছেন। বাংলাদেশি মহিলা পুলিশকে জানিয়েছেন যে সৌরভ কান্ত তিওয়ারি তাকে ১৪ এপ্রিল ২০২১ (নিকাহ) বাংলাদেশে বিয়ে করেছিলেন। এরপর তাকে ছেড়ে ভারতে চলে আসেন।
সৌরভ ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশেই ছিলেন
সৌরভ কান্ত তিওয়ারি আগেই বিবাহিত বলেও অভিযোগ করেন ওই বাংলাদেশি মহিলা। সোনিয়া আক্তার জানান, সৌরভ ৪ জানুয়ারী ২০১৭ থেকে ২৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশে ছিলেন। তিনি ঢাকায় কালটি ম্যাক্স এনার্জি প্রাইভেট লিমিটেডে চাকরি করতেন।
ওই মহিলা তার ও ছেলের পাসপোর্ট পুলিশকে দেখান
নয়ডায় পৌঁছে মহিলা পুলিশকে তার এবং এক বছরের ছেলের পাসপোর্ট, ভিসা এবং সিটিজেন কার্ড সরবরাহ করেছেন। সে পুলিশকে জানায়, সৌরভ তাকে বাংলাদেশে বিয়ে করেছে। তিনি এখন নয়ডাতেই স্বামীর সঙ্গে থাকতে চান। এ জন্য তিনি পুলিশের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এসিপি ওমেন সিকিউরিটি।
প্রেম খুঁজতে পাকিস্তান থেকে নয়ডায় এসেছিলেন সীমা হায়দার
উল্লেখ্য, কয়েক মাস আগে পাকিস্তানের করাচি শহর থেকে চার সন্তানকে নিয়ে প্রেমের খোঁজে নেপাল হয়ে নয়ডায় এসেছিলেন সীমা হায়দার। সীমা হায়দার এখন তার প্রেমিক শচীনের সঙ্গে নয়ডায় বসবাস করছেন। অনলাইনে PUBG গেম খেলতে গিয়ে প্রেমে পড়েছিলেন সীমা হায়দার এবং শচীন। এরপর দুজনেই একসঙ্গে বাঁচা-মরার শপথ নিতে থাকে। এখন দুজনেই একসঙ্গে বসবাস করছেন।