হাজিরার আগেই ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

সোমবার কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁদের নজরে রয়েছে…

হাজিরার আগেই ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

সোমবার কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁদের নজরে রয়েছে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়া তদন্তে নেমে আরো কিছু নতুন তথ্য ও প্রমাণ এসেছে। সেই তথ্য প্রমাণ সমানে রেখেই অভিষেককে ম্যারাথন জেরা করা হবে বলে খবর। অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন , ‘আগে নিজেকে নির্দোষ প্রমাণ করুক। নইলে মাথা উঁচু করে জেলে যেতে হবে।’

   

এদিকে সূত্র মারফত শোনা যাচ্ছে, ইডির এহেন সামনের বিরুদ্ধে সোমবার তিনি সস্ত্রীক শীর্ষ আদালতে ইডির বিরুদ্ধে অভিষেক মামলা করেছেন।

Advertisements

রবিবার এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে অভিষেক বিমানবন্দরে বলেন, ‘১০ পকয়সার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না। প্রকাশ্যে যাঁদের কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের কেন ডাকে না ইডি-সিবিআই। বিজেপির সামনে মাথা নত করব না। সিবিআই, ইডিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বিজেপি। বাংলায় হেরে বিজেপির গাত্রদাহ হচ্ছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। কলকাতাতেও ইডি অফিস রয়েছে, এখানে কেন ডাকছে না? চার দিন আগে আমার চোখ অপারেশন হয়েছে। আমরা মাথা উঁচু করে বাঁচতে জানি।’