Atmanirbhar Bharat: রপ্তানিতে রেকর্ড গড়ল আত্মনির্ভর ভারত

বছর দুই আগে চিনার সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদের সময়ে আত্মনির্ভর ভারতের (Atmanirbhar Bharat) কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের…

atmanirbhar bharat

বছর দুই আগে চিনার সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদের সময়ে আত্মনির্ভর ভারতের (Atmanirbhar Bharat) কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের মাটিতে উৎপাদিত পণ্য রপ্তানি করার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। সেই পথে হেঁটে বড় সাফল্য পেল ভারত। গত এক বছরে রেকর্ড অঙ্কের ভারতীয় পণ্য বিদেশে রপ্তানি করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ভারতে ছুঁয়ে ফেলেছে লক্ষ্যমাত্রা।

ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সন্তোষ কুমার সারাঙ্গি বুধবার বিকেলের দিকে সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে এক বছরে রেকর্ড অঙ্কের পণ্য রপ্তানি করেছে ভারত। যে পরিমাণ কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে তা আগে কখনও হয়নি। চাল, সামদ্রিক পণ্য, গম, মশলা এবং চিনি রপ্তানি গত এক বছরে যা হয়েছে আগে কখনও হয়নি। শুধুমাত্র কৃষিজাত পণ্যই নয়, ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতেও সাফল্য পেয়েছে ভারত। চলতি অর্থবর্ষে আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি ইঞ্জিনিয়ারিং সামগ্রী রপ্তানি করা হয়েছে ভারত থেকে।

   

২০২১-২২ অর্থবর্ষ শুরুর সময়ে একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। স্থির হয়েছিল যে এই অর্থবর্ষে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করতে হবে। ৩১ মার্চ ২০২২ সেই নির্ধারিত সময়ের আগেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেছে ভারত। এখনও চলতি অর্থবর্ষ শেষ হতে ৯দিন বাকি রয়েছে। তার আগেই ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করেছে ভারত। এমনই জানিয়েছেন বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সন্তোষ কুমার সারাঙ্গি।

এই সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইট করে তিনি লিখেছেন, ভারত 400 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছিল এবং প্রথমবারের মতো এই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের জন্য আমি আমাদের কৃষক, তাঁতি, MSME, নির্মাতা, রপ্তানিকারকদের অভিনন্দন জানাই। এই পথেই ভারত আত্মনির্ভর হয়ে উঠবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের স্লোগান দেওয়া প্রধানমন্ত্রী লোকাল গোজ গ্লোবাল-এর সাফল্যে উচ্ছ্বসিত।