Covid restrictions: ৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে করোনাজনিত বিধিনিষেধ

দীর্ঘ দুই বছর বাদে করোনাজনিত (Covid restrictions) সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১ মার্চ থেকেই করোনাজনিত সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।…

corona restrictions

দীর্ঘ দুই বছর বাদে করোনাজনিত (Covid restrictions) সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১ মার্চ থেকেই করোনাজনিত সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে মানুষকে আর ঘরবন্দি জীবন কাটাতে হবে না। নাইট কারফিউ আর থাকবে না। তবে মাস্ক পড়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৪ মার্চ করোনা নিয়ন্ত্রণ করতে প্রথম লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। তারপর এক বছরেরও বেশি সময় মানুষকে কঠোর বিধিনিষেধের মধ্যে কাটাতে হয়েছে। আস্তে আস্তে সেই সমস্ত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও এখনও দেশের কোনও কোনও এলাকায় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ৩১ মার্চ থেকে সে সব নিয়ম মানার আর কোনও প্রয়োজন থাকছে না।

এখনও পর্যন্ত অনেক রাজ্যেই নাইট কারফিউ জারি হয়। কিন্তু চলতি মাস শেষ হয়ে গেলে আর নাইট কারফিউ জারি করার প্রশ্নই থাকছে না। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। স্বরাষ্ট্র সচিব ভাল্লা তাঁর চিঠিতে জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণ করার জন্য গত দু’বছরে সরকার দেশে সব ধরনের বন্দোবস্ত করেছে। তাছাড়া সরকারের লাগাতার প্রচারের ফলে মানুষ এখন সম্পূর্ণ সচেতন।

প্রতিটি রাজ্যে সংক্রমণ প্রায় তলানিতে নেমে এসেছে। বিগত দুই মাস ধরে একটানা সংক্রমণ কমেছে। কমেছে মৃত্যুর হারও। এই অবস্থায় নতুন করে আর বিধি-নিষেধ বাড়ানোর কোনও অর্থ হয় না। সে কারণেই স্বরাষ্ট্র মন্ত্রক করোনাজনিত বিধি-নিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।