রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৫, আহত কমপক্ষে ৪০ জন

অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বিস্ফোরণ-কাণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। আজ বুধবার অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আর এমনটাই…

অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বিস্ফোরণ-কাণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। আজ বুধবার অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আর এমনটাই জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

 

   

জানা গিয়েছে, আনাকাপল্লী জেলার আচুতাপুরমের অ্যাসিনটিয়া অ্যাডভান্সড সায়েন্সেস প্রাইভেট লিমিটেডে দুপুর সওয়া ২টা নাগাদ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণান। তিনি বলেন, ‘কারখানাটি দুই শিফটে ৩৮১ জন কর্মী নিয়ে কাজ করে। আজ দুপুরের দিকে আচমকা বিস্ফোরণটি ঘটে।তাই কর্মীদের উপস্থিতি ছিল কম।’ জেলা কালেক্টর সন্দেহ করছেন যে বিদ্যুৎ সম্পর্কিত সমস্যা বিস্ফোরণের কারণ হতে পারে।

 

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন এবং তাদের আনাকাপল্লী ও অচ্যুতাপুরমের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধার কাজের জন্য দমকল বিভাগের ছয়টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জেলা কালেক্টর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে জানিয়েছেন, ইউনিটে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সরকার মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকবে।

 

যে কারখানায় বিস্ফোরণটি ঘটেছে সেটির নাম হল এসেনশিয়া অ্যাডভান্সড সায়েন্সেস। এটি ২০০ কোটি টাকা বিনিয়োগে এপ্রিল ২০১৯ এ উৎপাদন শুরু করে। এটি অন্ধ্রপ্রদেশ শিল্প পরিকাঠামো কর্পোরেশনের (এপিআইআইসি) বহু-পণ্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ৪০ একর ক্যাম্পাসে অবস্থিত। গত বছর আনাকাপল্লী জেলায় সাহিত্যি ফার্মার একটি ইউনিটের সলভেন্ট রিঅ্যাক্টরে একই ধরনের বিস্ফোরণে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।