Raghav Chadha: গ্রেফতার হতে পারেন পরিণীতির স্বামী? আপ নেত্রীর বিস্ফোরক দাবি!

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগেই সংশোধনাগারে রয়েছেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন-এর মতো আপের শীর্ষ নেতৃত্বরা। আর এবার আপ নেত্রী…

raghav chadha aam admi party

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগেই সংশোধনাগারে রয়েছেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন-এর মতো আপের শীর্ষ নেতৃত্বরা। আর এবার আপ নেত্রী আতিশী এক বিস্ফোরক দাবি করে বসলেন। তাঁর বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের পর এবার গ্রেফতার করা হতে পারে, তাঁকে৷ শুধু তাই নয়, তাঁর সঙ্গে সঙ্গে গ্রেফতার হতে পারেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, সাংসদ রাঘব চাড্ডাসহ আপের আরও অনেকেই।

Advertisements

মঙ্গলবার তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনীতির আঙিনায়। দিল্লির মন্ত্রী আতিশী আরও দাবি করেন যে, বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও নাকি এসেছিল তাঁর কাছে। তিনি বলেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়, যদি আমি যোগ না দিই, মাসখানেকের মধ্যে ইডি আমাকে গ্রেফতার করবে’। যদিও বিজেপির দাবি, আপ নেত্রীর এইসব অভিযোগ একেবারেই ‘ভিত্তিহীন’।

বিজ্ঞাপন

অতিশীর কথায়, ‘‘বিজেপি ভেবেছিল কেজরিওয়ালকে গ্রেফতারের পর আপ ভেঙে পড়বে। কিন্তু রবিবার রামলীলা ময়দানে বিরোধী দলগুলিকে একজোট হতে দেখে ভয় পেয়েছে ওরা। তাই আরও আপ নেতাকে গ্রেফতারের পরিকল্পনা করছে।’’

আতিশী সাফ জানান যে, যাই হয়ে যাক না কেন আপ ছেড়ে তিনি অন্য কোনও দলে যোগ দেবেন না।

এদিকে সোমবার ইডি আদালতে জানিয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতি মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি ৷ তার আগে দিল্লির মন্ত্রিসভার আরও অনেকে গ্রেফতার হয়েছে ৷ এমনকী তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি আরের মেয়ে কে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি৷