HomeBharatDelhi: পোড়া মৃতদেহের গন্ধ দিল্লির মুন্ডকা এলাকায়

Delhi: পোড়া মৃতদেহের গন্ধ দিল্লির মুন্ডকা এলাকায়

- Advertisement -

ভয়াবহ অগ্লিকান্ড দিল্লির (Delhi) মুন্ডকা এলাকায়। পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে  সিসিটিভি তৈরির কারখানা যে বহুতলে সেটিতে আগুন ধরে শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃতদেহ বের করতে পেরেছেন দমকল কর্মীরা।

সারি সারি পোড়া দেহ বার করেছেন দমকল কর্মীরা। দিল্লির দমকল বিভাগ প্রধান অতুল গর্গ জানান, ২৭টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

   

মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বিশাল এই ভবনে দুর্ঘটনার সময় দেড়শ জনের বেশি শ্রমিক ছিলেন। আগুন ছড়াতে শুরু করায় বাইরের দিকে থাকা অনেকে বেঁচে যান। কিন্তু ভবনটির ভিতরে দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে আটকে পড়েন।

আগুন অতি দ্রুত ছড়ায়।  দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দারা আগুনের ঘেরাটোপে পড়ে যান। অনেকে ব্যালকনি থেকে লাফিয়ে নামতে যান। উপর থেকে পড়ে জখম হন।

delhi fire breaks

পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে এই দূর্ঘটনা ঘটেছে। এর জেরে ফের একবার ভয়াবহ উপহার সিনেমা হলের অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি উস্কে উঠল। ১৯৯৭ সালে উপহার সিনেমা হলে আগুনে পুড়ে ৫৯ জনের মৃত্যু হয়েছিল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় শোক জানিয়ে লিখেছেন, মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে এই অগ্নিকান্ড ভয়াবহ দুর্ঘটনা। আহতদের দ্রুত সেরে ওঠার আশা রাখি।

প্রধানমন্ত্রী মোদী শোক জানিয়েছেন। সরকারের তরফে সবরকম সাহায্যের বার্তা দেন তিনি।

দিল্লির মু়খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় শোকস্তব্ধ। আমাদের সাহসী দমকল বিভাগ কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ লড়াই করছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular