Assam: আসছে আরও খালিস্তানি জঙ্গি, ‘চা শহর’ ডিব্রুগড়ে চাপা উত্তেজনা

পাকিস্তান মদতপুষ্ট খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেফতার করতে হিমশিম খাচ্ছে পাঞ্জাব পুলিশ। পলাতক এই মৌলবাদী নেতার ঘনিষ্ঠদের ধরপাকড় চলছে। পাঞ্জাব (Punjsb) সন্ত্রস্ত। আর…

পাকিস্তান মদতপুষ্ট খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেফতার করতে হিমশিম খাচ্ছে পাঞ্জাব পুলিশ। পলাতক এই মৌলবাদী নেতার ঘনিষ্ঠদের ধরপাকড় চলছে। পাঞ্জাব (Punjsb) সন্ত্রস্ত। আর সুদূর অসমের (Assam) ডিব্রুগড়ে চাপা উত্তেজনা। সূত্রের খবর, অসমের এই শহরে আনা হচ্ছে আরও কয়েকজন খালিস্তানি জঙ্গিকে (KhalistanI Militant)। ডিব্রুগড় জেলের নিরাপত্তা আরও বাড়িয়ে দিল অসম সরকার। অমৃতপাল সিংয়ের আরও কয়েকজন অনুগামীদের এখানেই রাখা হবে বলে জানা যাচ্ছে।

অসমের চা শহর বলে পরিচিত ডিব্রুগড়। ছিমছাম এই শহরের বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা। টিভিতে সুদূর পশ্চিমে পাঞ্জাবের পরিস্থিতি দেখা আর নিজেদের ডিব্রুগড়ে খালিস্তানি জঙ্গিদের রাখা নিয়ে চলছে আলোচনা।

কড়া নিরাপত্তায় ফের মুড়ে দেওয়া হয়েছে ডিব্রুগড়। সূত্রের খবর, ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের আরও সাত সদস্যকে পাঞ্জাব থেকে ডিব্রুগড়ে আনা হবে। তাদেরকেও ডিব্রুগড় জেলে রাখা হবে। আগেই সংগঠনটির চার জনকে এই জেলে রাখা হয়েছে। জেলাশাসক বিশ্বজিৎ পেগু জানিয়েছেন খালিস্তানপন্থীদের রাখা হবে জেলে।

ডিব্রুগড় বিমানবন্দরে নিরাপত্তার কড়াকড়ি। রাস্তায় রাস্তায় চলছে অসম পুলিশের বিশেষ নাকা চেকিং। বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে সশস্ত্র পুলিশ।

ডিব্রুগড়ের জেলাশাসক বিশ্বজিৎ পেগু স্থানীয় সংবাদ মাধ্যমকে ফোনে জানান, চার বন্দি বর্তমানে ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আছে। একই গোষ্ঠির আরও সাত সদস্যকে ডিব্রুগড়ে আনা হবে। অসম পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) রক্ষীদের মোতায়েন করা হয়েছে।

ডিব্রুগড় জেলে বন্দি অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ দলজিৎ সিং কালসি ওয়ারিস পাঞ্জাব দে-গোষ্ঠির অর্থদাতা। এবং অমৃতপাল সিংয়ের বিশেষ ঘনিষ্ঠ সহযোগী। বাকি তিনজনের নাম ভগবন্ত সিং, গুরমিত সিং এবং প্রধানমন্ত্রী বাজেকা। রবিবার তাদের পাঞ্জাব থেকে বায়ুসেনার বিশেষ বিমানে ডিব্রুগড়ে আনা হয়। এবার আরও সাত খালিস্তানিকে আনা হবে।