Assam: গান্ধীরা অপ্রাসঙ্গিক আগামীতে জিতবে না কংগ্রেস: হিমন্ত

Priyanka Gandhi Congress

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি ঘটেছে কংগ্রেসের। সেই সঙ্গে হাত ছাড়া হয়েছে ক্ষমতায় থাকা রাজ্য পাঞ্জাব। তারপর থেকেই নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে  কংগ্রেসে। আর এই সময়েই পুরনো দলের নেতৃত্বকে আক্রমণ করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আগামীতে কংগ্রেস দেশ থেকে মুছে যাবে বলেও কটাক্ষ করলেন।

অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, “গান্ধীদের দ্বারা আর কিছুই হবে না। গান্ধী পরিবারের সদস্যরা আর কংগ্রেসকে কোনও নির্বাচনেই জেতাতে পারবে না।”  তিনি বলেছেন, “এমন সময় আসবে যখন কংগ্রেস আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। দেশের সবথেকে প্রাচীন রাজনৈতিক দলের পঞ্চায়েত নির্বাচনেও জেতার ক্ষমতা থাকবে না। পঞ্চায়েতেও কংগ্রেসকে দেখা যাবে না।”

   

পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পরে দিল্লিতে বিশেষ বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠক শুরুর আগে শোনা গিয়েছিল যে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা। যদিও তেমন কিছুই হয়নি। সূত্র মারফত জানা যায় যে সোনিয়া গান্ধী সেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বৈঠকে উপস্থিত বাকি সদস্যরা তার বিরোধিতা করে। সেই কারণে কংগ্রেসের নেতৃত্বের কোনও বদল ঘটেনি। আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতি পদেই আছেন সোনিয়া গান্ধী।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগে কংগ্রেসের সঙ্গেই ছিলেন। পরে বিজেপিতে যোগদান করেন। তাঁর মতো অপর প্রাক্তন কংগ্রেসী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো দলকে আক্রমণ করেন একই ভঙ্গিতে। 

মমতার কটাক্ষের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন যে এখনও একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সমগ্র দেশে ৩০০ বিধায়ক রয়েছে কংগ্রেসের। খুব শীঘ্রই প্রাসঙ্গিকতা ফিরে পাবে ভারতের জাতীয় কংগ্রেস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন