হরিয়ানার নতুন রাজ্যপাল, শপথ নিলেন অসীম কুমার ঘোষ

Haryana New Governor: সোমবার হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অসীম কুমার ঘোষ। তিনি বান্দারু দত্তাত্রয়ের স্থলাভিষিক্ত হলেন। চণ্ডীগড়ের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঞ্জাব ও…

Haryana New Governor

Haryana New Governor: সোমবার হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অসীম কুমার ঘোষ। তিনি বান্দারু দত্তাত্রয়ের স্থলাভিষিক্ত হলেন।

চণ্ডীগড়ের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়া এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

   

উল্লেখ্য, উত্তর কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজের একজন মৃদুভাষী প্রাক্তন অধ্যাপক। ১৯৯৬ সালে, তিনি গেরুয়া দলের রাজ্য সম্পাদক নিযুক্ত হন এবং দুই বছরের মধ্যে তিনি রাজ্য ইউনিটের সহ-সভাপতি পদে উন্নীত হন। এরপর, ১৯৯৯ সালে, কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদার রাজ্য সভাপতির পদ ছেড়ে দেওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি নিযুক্ত হন এবং ২০০২ সাল পর্যন্ত এই পদে বহাল থাকেন।

রাজ্য সভাপতি থাকাকালীন, গেরুয়া দল পশ্চিমবঙ্গে সুসংহত হয়। যদিও সেই সময়ে দলটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়নি, তবুও ঘোষ দলের সাংগঠনিক কাঠামো এবং ক্যাডার গঠনের ভিত্তি স্থাপন করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর, তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন।

Advertisements

কিছু সময়ের জন্য তিনি জাতীয় স্তরের বিজেপি কমিটিতে ছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি দলীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন, প্রায় শমীক ভট্টাচার্যকে রাজ্য দলের সভাপতি হিসেবে নিযুক্ত করার সময়। রাহুল সিনহার দ্বিতীয় মেয়াদে বাংলার বিজেপির প্রধান থাকাকালীন, ঘোষ আবার দলীয় অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন।

রাজ্যপাল হিসেবে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি বিজেপির প্রতি তাঁর দীর্ঘ অবদান এবং দল গঠনে প্রান্তিক পর্যায়ে কাজ করা পুরনো প্রজন্মের নেতাদের প্রতি এক ধরনের সম্মানজ্ঞাপন হিসেবেই দেখা হচ্ছে।