Arvind Kejriwal: হেমন্তর গ্রেফতারিতে আতঙ্কিত কেজরি ফের এড়ালেন জেরা

ফের সমন এড়ালেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আজ, শুক্রবার দিল্লির…

Arvind-Kejriwal

ফের সমন এড়ালেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আজ, শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আজও ইডির সামনে হাজির হননি। এই নিয়ে তিনি পঞ্চমবার ইডির সমন এড়ালেন। তিনি এই সমনকে অবৈধ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আম আদমি পার্টি।

আম আদমি পার্টি জানিয়েছে, ইডির সমন বেআইনি। দলের তরফে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং তাকে গ্রেফতার করে দিল্লি সরকারের পতন ঘটানো। আমরা এটা কিছুতেই হতে দেব না।

   

এর আগে চারবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সিবিআইয়ের সামনে হাজির হতে অস্বীকার করেছিলেন। ইডি ১৭ জানুয়ারি, ৩ জানুয়ারি, ২১ ডিসেম্বর এবং ২ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করলেও তিনি হাজির হয়নি। এ সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র।

বারংবার সমন এড়ানোয় এবার কেজরীবালের বিরুদ্ধে আদালতে যেতে পারে ইডি বলে শুরু হয়েছে জল্পনা। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে অজামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।