Budget 2024: বিলগ্নিকরণে কাটছাঁট করল কেন্দ্র

বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা পূরণে বার বার ব্যর্থ হওয়ায় এমন কিছু আশা করা হচ্ছিল ৷ দেখা গেল সরকার সেই পথেই হাঁটল ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের মাধ্যমে ৫১…

Budget 2024 Sitharaman Slashes Divestment Target

বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা পূরণে বার বার ব্যর্থ হওয়ায় এমন কিছু আশা করা হচ্ছিল ৷ দেখা গেল সরকার সেই পথেই হাঁটল ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের মাধ্যমে ৫১ হাজার কোটি টাকা তোলার যে লক্ষ্যমাত্রা ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে (Budget 2024) স্থির করা হয়েছিল তার থেকে কিছুটা সরে আসা হল৷ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে সেই অঙ্ক থেকে কাটছাঁট করে ৩০ হাজার কোটি টাকা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তাছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় সরকারের মালিকাধীন শেয়ার বেচে ৫০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা ধার্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এয়ার ইন্ডিয়া এবং নীলাচল ইস্পাত নিগম লিমিটেড বিলগ্নিকরণের পর এই গতি অনেকটাই মন্থর হয়ে গিয়েছে। দেখা গিয়েছে টানা পাঁচ বছর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি কেন্দ্র। চলতি অর্থবর্ষের বাজেট ঘোষণার সময়ে বিলগ্নিকরণ বাবদ ৫১ হাজার কোটি টাকা রাজকোষে ঢোকানোর লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন নির্মলা। কিন্তু ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের (দীপম) ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত এই খাতে মাত্র ১০,০৫১.৭৩ কোটি টাকা সরকারের ঘরে এসেছে।

আর মাত্র হাতে দু’মাস সময় অর্থাৎ সরকার বুঝতে পারছে লক্ষ্যমাত্রা পূরণ সহজ নয় ৷ করোনার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, শিপিং কর্পোরেশন ও কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার

মতো সংস্থার বিলগ্নিকরণ পিছিয়ে যায়। ভারত আর্থ মুভার্স লিমিটেড, শিপিং কর্পোরেশন, এইচএলএল লাইফ কেয়ার, এনএমডিসি স্টিল এবং আইডিবিআই ব্যাঙ্কের বিলগ্নিকরণ ৩১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে ৷ এই পরিস্থিতিতে ভোটের আগে মোদী সরকার কতটা সে পথে হাঁটতে পারবে বলা মুশকিল৷