Arvind kejriwal: বিজেপিকে ‘তোলাবাজ’ বলে দাবি কেজরিওয়ালের, অভিযোগ ইডির বিরুদ্ধেও

Delhi CM Arvind Kejriwal

বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোর্টে পেশ করা হয়। এইদিন তাঁর ইডি হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে তাঁকে ১ এপ্রিল পর্যন্ত আবার ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisements

আবগারি দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নেওয়া নিয়ে শুনানি চলছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। সেখানেই ইডিকে তীব্র আক্রমণ করলেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, তাঁর দল আম আদমি পার্টিকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

   
Advertisements

এখানেই শেষ নয় সওয়ালজবাবে অরবিন্দ কেজরিওয়াল আরও দাবি করেন, ”ইডিকে স্মোকস্ক্রিন তৈরি করতে বলা হয়েছে, যাতে তোলাবাজি করে টাকা সংগ্রহ করতে পারে বিজেপি।” শুধু তাই নয়, তাঁর বয়ান বদল করেছে ইডি বলেও দাবি করেন। যদিও সওয়াল জবাব শেষে তাঁর ইডি হেফাজতের মেয়াদ আরও ৪দিন বৃদ্ধি করেছে।