ভোটের মুখে BJP-তে যোগ দিলেন রাজ্যের ছয়বারের সাংসদ

লোকসভা ভোটের প্রাক্কালে নতুন করে দলভারী হল বিজেপি (BJP)-র। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ওড়িশার দুই বিশিষ্ট নেতা এবং এক সমাজকর্মী বিজেপিতে যোগ দিলেন। জানা গিয়েছে, কটক…

লোকসভা ভোটের প্রাক্কালে নতুন করে দলভারী হল বিজেপি (BJP)-র। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ওড়িশার দুই বিশিষ্ট নেতা এবং এক সমাজকর্মী বিজেপিতে যোগ দিলেন।

জানা গিয়েছে, কটক লোকসভা কেন্দ্র থেকে ছয়বারের সাংসদ ভর্তৃহরি মাহতাব, অভিনেতা এবং প্রাক্তন বিজেডি সাংসদ সিদ্ধান্ত মহাপাত্র এবং বারিপদর বিখ্যাত মুখ সমাজকর্মী পদ্মশ্রী দময়ন্তী মিশ্র বিজেপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির সহ-সভাপতি বৈজয়ন্ত পান্ডা, রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামাল।

ভর্তৃহরি মাহতাব বলেন, ‘জীবনের একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। জাতীয়তাবাদ, ঐক্য এবং পূর্বোদয়ের সমন্বয় একমাত্র বিজেপির মাধ্যমেই সম্ভব। গত ১০ বছরে আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি মনে করেছি যে এই সিদ্ধান্তটি সঠিক হবে, বিজেপির মাধ্যমে কিছু করতে পারা, এই সময়ে বিজেপির সাথে সংযোগ স্থাপন করা, রাজ্যের অগ্রগতি ও অগ্রগতির জন্য কাজ করা। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশ্বাস এবং নাড্ডাজির অনুপ্রেরণা পেয়ে কৃতজ্ঞ। নতুন দল নিয়ে নতুন করে শুরু করায় আশা করছি আপনাদের পূর্ণ সমর্থন পাবো। ওড়িশায় যে পরিবর্তন হতে চলেছে তা আপনারা নিজে ওড়িশায় এলে দেখতে পারবেন। মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই এই পরিবর্তন হচ্ছে। এটি চালাচ্ছেন মনমোহন জি ও ধর্মেন্দ্রজি।’