লোকসভায় কেউ নেই প্রতিনিধি। তবে নির্বাচন কমিশনের নিরিখে দুই রাজ্যে সরকার গড়া আম আদমি পার্টি এখন জাতীয় দল। এই উত্তরণে আনন্দিত কেজরিওয়াল (Arvind Kejriwal)। আর সদ্য প্রকাশিত তালিকায় জাতীয় দলের মর্যাদা হারিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই তালিকায় বিস্তর গরমিল আছে। আইনি পথ নিচ্ছে টিএমসি।
জাতীয় দলের তকমা হারিয়ে লোকসভা রাজ্যসভায় তৃ়নমূল সাংসদরা বিব্রত। আঞ্চলিক দল হওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আসেনি।
আর জাতীয় দলের কর্ণধার হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান বলেছেন, ‘এত অল্প সময়ে জাতীয় দলের মর্যাদা? এটা বিস্ময়কর ঘটনা নয়ত কী। কোটি কোটি মানুষ আমাদের আজ এই জায়গায় নিয়ে এসেছে। আমাদের কাছে তাঁরা অনেক কিছু প্রত্যাশা করেন। হে ঈশ্বর, আমাদের আশীর্বাদ দিন। আমরা যেন দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি।’