Khalistani Threat: শিখ জঙ্গি খালিস্তানি হুমকি মোদীকে জুতো ছুঁড়ে মারলেই মিলবে ১ লাখ ডলার

খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের তরফে প্রধানমন্ত্রী মোদীকে জুতো মারার পুরষ্কার ঘোষিত করা হলো (Khalistani Threat)। একটি অডিও বার্তায় সংগঠনটির প্রধান গুরপতওয়ান সিং পান্নুনের…

yoga modi

খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের তরফে প্রধানমন্ত্রী মোদীকে জুতো মারার পুরষ্কার ঘোষিত করা হলো (Khalistani Threat)। একটি অডিও বার্তায় সংগঠনটির প্রধান গুরপতওয়ান সিং পান্নুনের নাম নিয়ে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর অসম (Assam) সফরে যে মোদীকে (Modi) লক্ষ্য করে জুতো ছুঁড়তে পারবে তাকে ১ লাখ ডলার দেওয়া হবে।

শিখস ফর জাস্টিস ভারতে নিষিদ্ধ। এই সংগঠনটির দাবি ভারতীয় পাঞ্জাবের একাংশ ভেঙে ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে খালিস্তান তৈরি করার লড়াই চলছে। আর খালিস্তানিদের বন্দি করে অসমের ডিব্রুগড় জেলে রেখে অত্যাচার করা হচ্ছে। এই অবস্থায় মোদী আগামী ১৪ এপ্রিল অসম সফর করবেন। তখন তাঁকে লক্ষ্য করে জুতো নিক্ষেপ করতে পারলেই মিলবে লাখ ডলার।

এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও হুমকি দিয়েছে শিখস ফর জাস্টিস নেতা পান্নুন। তার দাবি, ভারত সরকার ও খালিস্তানিদের মধ্যে লড়াই চলছে। আপনি এর মধ্যে পড়ে শিকার হবেন না। এই হুমকির পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়িয়েছে অসম স্বরাষ্ট্র দফতর। এবার খালিস্তানি হুমকির নিশানায় মোদী। 

খালিস্তানি সংগঠন ওয়ারিস পাঞ্জাবের প্রধান অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে পুলিশ অভিযান চলছে। তার কয়েকজন ঘনিষ্ঠকে অসমের ডিব্রুগড় জেলে রাখা হয়েছে। শিখস ফর জাস্টিসের দাবি, ওই জেলে খালিস্তানিদের নির্যাতন করছে অসম পুলিশ। তবে তাদের এই দাবি উড়িয়েছে অসমের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আলফা (স্বাধীনতা)। সংগঠনের প্রধান তথা মোস্ট ওয়ান্টেড বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া খোলা চিঠিতে লিখেছে, জেলে খালিস্তানিদের উপর নির্যাতন হয়নি। শিখদের প্রতি বরারবরই সহানুভূতিশীল অসমবাসী।